Rashtriya Parivarik Labh Yojana: ভারত সরকার দেশের নাগরিকদের জন্য আর্থিক সুবিধে দিতে বেশ কিছু প্রকল্প নিয়ে এসেছে। দেশের দরিদ্র ও অভাবী মানুষদের পাশে দাঁড়াতে সরকার এই উদ্যোগ নিয়ে থাকে। এই ধরনের প্রকল্পের (Govt. Scheme) মাধ্যমে বহু মানুষ উপকৃত হন। দেশের বিভিন্ন রাজ্যে রাজ্য সরকারও তাদের নিজ নিজ রাজ্যের নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্প নিয়ে এসেছে। এমনই একটি প্রকল্প হল রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা (Rashtriya Parivarik Labh Yojana)।
তবে এই যোজনা কেবলমাত্র উত্তরপ্রদেশের যোগী সরকারের অধীনেই পাওয়া যাবে। উত্তরপ্রদেশের সরকার সেই রাজ্যের অভাবী, দুঃস্থ মানুষদের ৩০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়ে থাকে এই প্রকল্পের অধীনে। কী এই রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা ? কারা এই স্কিমের অধীনে আর্থিক সাহায্য পেয়ে থাকেন ?
রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনায় কী সুবিধে মেলে
উত্তরপ্রদেশ সরকার তাঁর রাজ্যের মানুষের জন্য অনেক ধরনের যোজনাই পরিচালনা করে থাকে। এই রাজ্যেই শুরু হয়েছিল রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা। এই যোজনার অধীনে রাজ্যের দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সাহায্য (Rashtriya Parivarik Labh Yojana) দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে রাজ্য সরকার দরিদ্র মানুষদের বলা ভাল দরিদ্র পরিবারগুলিকে ৩০ হাজার টাকার আর্থিক সহায়তা দিয়ে থাকে। যে সমস্ত পরিবারের কর্তা বা প্রধানের মৃত্যু হয়ে যায়, সেই পরিবারগুলিকে এই আর্থিক সাহায্য দেওয়া হয়। তবে সরকার এই যোজনার জন্য কিছু নির্ণায়ক মানদণ্ড স্থির করেছে।
কারা পাবেন এই সুবিধে
রাষ্ট্রীয় পারিবারিক লাভ যোজনা প্রকল্পের অধীনে সুবিধে পেতে হলে অর্থাৎ ৩০ হাজার টাকা পেতে হলে সুবিধেভোগী অর্থাৎ বেনিফিসিয়ারিকে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও সেই পরিবারের কর্তার স্বাভাবিক মৃত্যু হওয়া দরকার। মৃত্যুর সময় বয়স হওয়া দরকার ১৮ বছর থেকে ৬০ বছরের মধ্যে। কিন্তু বিশেষ ক্ষেত্রে আত্মহত্যা বা দুর্ঘটনায় মৃত্যু হলেও এই যোজনার সুবিধে দেওয়া হয় পরিবারকে।
এই যোজনায় আর্থিক সহায়তা পেতে গেলে শহরাঞ্চলের পরিবারের ক্ষেত্রে বার্ষিক আয় ৫৬,৪৫০ টাকার কম হতে হবে। আর গ্রামাঞ্চলের জন্য পরিবারের বার্ষিক আয় ৪৬,০৮০ টাকার বেশি হওয়া উচিত নয়। তবে পরিবারের কর্তা সরকারি চাকরিজীবী হলে চলবে না। পরিবারকে থাকতে হবে বিপিএল সীমার নীচে। এই মানদণ্ডগুলি পূরণ করলেই আপনি এই যোজনার সুবিধে পাবেন।