ICAI Exams: দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া সংক্ষেপে আইসিএআই সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার জেরে দেশজুড়ে চার্টার্ড অ্যাকাউট্যান্টের পরীক্ষা স্থগিত করেছে। শুধু তাই নয়, এবার এই পরীক্ষার (CA Exams 2025) জন্য নতুন সূচি জারি করেছে আইসিএআই। এর আগে সারা দেশেই ৯ মে থেকে ১৪ মে ২০২৫ পর্যন্ত আয়োজিত হওয়ার কথা ছিল এই সিএ পরীক্ষা। এখন এই দিন বদলে গিয়েছে। আইসিএআই (ICAI) জানিয়েছে আগামী ১৬ মে থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত এবার আয়োজিত হবে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির পরীক্ষা। এই সপ্তাহেই শুরুর দিকে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত জানিয়েছিল দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অফ ইন্ডিয়া।
চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফাউন্ডেশন মে ২০২৫ সার্কলের পরীক্ষাগুলি এবার আয়োজিত হবে ১৬ মে, ১৭ মে, ১৯ মে এবং ২১ মে তারিখে। আইসিএআই (CA Exams 2025) একটি বিবৃতি জারি করে জানিয়েছে, 'দেশে নিরাপত্তাজনিত অবস্থার কারণে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সিএ ফাইনাল, ইন্টারমিডিয়েট এবং পিকিউসি পরীক্ষা যা আগে ৯ মে থেকে ১৪ মে-র মধ্যে আয়োজিত হওয়ার কথা ছিল তা এবার আয়োজিত হবে ১৬ মে থেকে ২৪ মে-র মধ্যে।'
বিভিন্ন বিভাগের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পরীক্ষার নতুন পরীক্ষাসূচি নিম্নে উল্লেখ করা হল –
ফাইনাল পরীক্ষা গ্রুপ ২ পেপার ৫ যেখানে রয়েছে ইনডিরেক্ট ট্যাক্স ল'স, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, অ্যাসেসমেন্ট টেস্ট, এবং পেপার ১ যাতে রয়েছে ইন্টারন্যাশনাল ট্যাক্স ট্রান্সফার প্রাইসিং ইত্যাদি আগে ১০ মে শনিবার নির্ধারিত ছিল, সেই পরীক্ষা এবারে আয়োজিত হবে আগামী ১৬ মে শুক্রবারে।
ফাইনাল পরীক্ষা গ্রুপ ২ পেপার ৬ যাতে রয়েছে ইন্টিগ্রেটেড বিজনেস সলিউশন, ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, অ্যাসেসমেন্ট টেস্ট এবং পেপার ২-তে ইন্টারন্যাশনাল ট্যাক্স-প্র্যাক্টিস, এই পরীক্ষা আগে ১৩ মে মঙ্গলবার হওয়ার কথা ছিল, তা এখন হবে আগামী ১৮ মে রবিবার।
ইন্টারমিডিয়েট পরীক্ষা গ্রুপ ২ পেপার ৪ (কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং) আগে হওয়ার কথা ছিল ৯ মে শুক্রবারে, এখন এই পরীক্ষার নতুন সূচি নির্ধারিত হয়েছে আগামী ২০ মে মঙ্গলবারে।
পেপার ৫- অডিটিং অ্যান্ড এথিকস-এর পরীক্ষা ১১ মে-র বদলে এখন হবে ২২ মে বৃহস্পতিবার
পেপার ৬- ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্টের পরীক্ষা এবারে ১৪ মে-র বদলে আয়োজিত হবে ২৪ মে শনিবারে।
তবে মনে রাখতে হবে পরীক্ষার সূচি বদলালেও পরীক্ষাকেন্দ্র এবং পরীক্ষার সময় বদলায়নি। একই কেন্দ্রে নির্ধারিত পরীক্ষাগুলি হবে এবং সময়ও একই আছে (দুপুর ২টো থেকে ৫টা বা দুপুর ২টো থেকে ৬টা)। নতুন নির্ধারিত দিনগুলির জন্য অ্যাডমিট কার্ডও ইতিমধ্যেই দিয়ে দেওয়া হয়েছে সমস্ত প্রার্থীদের।
Education Loan Information:
Calculate Education Loan EMI