মুম্বই: বয়সজনিত কারণে ৮৬ বছর বয়সে প্রয়াত হলেন বিশিষ্ট শিল্পপতি রতন টাকা। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন মৃত্যু হয় তাঁর। বিখ্যাত ও জনপ্রিয় এই শিল্পপতির প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে শিল্পপতি আনন্দ মহিন্দ্রা এবং হর্ষ গোয়েঙ্কা সহ সারা ভারতের শিল্পপতিরা প্রয়াত শিল্পপতি রতন টাটার প্রয়াণে আন্তরিকভাবে শোকপ্রকাশ করেছেন।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার প্রবীণ শিল্পপতি এবং টাটা সন্সের চেয়ারম্যান রতন টাটার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তাঁকে একজন দূরদর্শী ব্যবসায়িক নেতা এবং একজন সহানুভূতিশীল মানুষ বলে অভিহিত করেছেন।


প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেন, "ঘড়ির কাঁটা থেমে গেছে। টাইটান প্রয়াত হয়েছেন। রতন টাটা ছিলেন সততা, নৈতিক নেতৃত্ব এবং জনহিতৈষী মানুষদের কাছে আলোকবর্তিকা একটি জ্বলন্ত উদাহরণ। যিনি ব্যবসার জগতে এবং তাঁর বাইরেও একটি অনবদ্য চিহ্ন রেখে গেছেন। তিনি চিরকাল আমাদের স্মৃতিতে অনেক উঁচুতে অবস্থান করবেন।"


 






বিখ্যাত শিল্পপতি আনন্দ মহিন্দা টুইট করেন, "আমি রতন টাটা চলে যাওয়ার বিষয়টি মেনে নিতে পারছি না। তিনি ভারতের শিল্পব্যবস্থাকে একটি অনন্য ও ঐতিহাসিক পর্যায়ে তুলে নিয়ে গেছেন। রতনের জীবন এবং কাজের সঙ্গে আমাদের জীবনের অনেক কিছু জড়িত ছিল। এই সময়ে তাঁর পরামর্শ এবং নির্দেশ আমাদের কাছে অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত হত। তাঁর চলে যাওয়ার ফলে অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা যা করতে পারি তা হল তার তৈরি উদাহরণ অনুকরণ করতে প্রতিশ্রুতি দিতে পারি। কারণ তিনি এমন একজন ব্যবসায়ী ছিলেন যার জন্য আর্থিক সম্পদ এবং সাফল্য সবচেয়ে কার্যকর ছিল যখন এটি বিশ্ব সম্প্রদায়ের সেবার কাজে লাগত।"


 






শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা টুইট করেন, "ভারতের শিল্প জগত থেকে টাইটান চলে গেলেন। তিনি ছিলেন সততার একজন জ্বলন্ত প্রতীক, তাঁর নৈতিক নেতৃত্ব এবং জনহিতৈষীমূলক কাজের কথা সারাজীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তিনি যে চিহ্ন ছেড়ে গেছেন তা বিশ্বের ব্যবসায়িক জগত ও তার বাইরে একটি জ্বলন্ত উদাহরণ তৈরি করে গেছেন। তিনি চিরকাল আমাদের স্মৃতিতে সবচেয়ে উঁচু জায়গায় অবস্থান করবেন।"


 





আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।