কলকাতা: রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠকে মিলল না কোনও রফাসূত্র। দু-ঘণ্টার বেশি সময় পর, বৈঠক থেকে বেরিয়ে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। জুনিয়র ডাক্তারদের কাছে অনশন তোলার আহ্বান জানালেন মুখ্যসচিব।



রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক সেই নিষ্ফলাই। দু'ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা চললেও, মিলল না কোনও রফাসূত্র। দু-ঘণ্টার বেশি সময় পর, বৈঠক থেকে বেরিয়ে, রাজ্য প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিরা। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের কথায়, রাজ্য সরকারের সম্পূর্ণভাবে সদিচ্ছার অভাব। এটা ডেকে অপমানের সমান। আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, 'আমাদের ৭ জন সহযোদ্ধা এবং উত্তরবঙ্গের ২ জন সহযোদ্ধা ১০০ ঘণ্টার উপরে আজকে না খেয়ে রয়েছেন, ওনারা বলেছেন যে, পুজোটা কেটে যাক তারপর আমরা ভাবছি। আমরা মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছি। কী পেয়েছি আজকে, এই মিটিংটায় কী করতে এসেছি?' 


দেবীর বোধনের দিনেই যেন নতুন করে বোধন হল জুনিয়র চিকিৎসকদের আন্দোলনেরও। দ্রোহকালে আরও দুর্বার হল আন্দোলন। জুনিয়র ডাক্তারদের ২৯ জন প্রতিনিধির সঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের বৈঠকে, মুখ্যসচিব, স্বাস্থ্য সচিব, রাজ্য পুলিশের DG এবং স্বাস্থ্যকর্তাদের পাশাপাশি ছিলেন গ্রিভান্স কমিটির ও বিভিন্ন মেডিক্যাল কলেজের অধ্যক্ষরা।                                                         


এদিকে, মুখ্যসচিব মনোজ পন্থ বলেছেন, 'মিটিং অনেকক্ষণ চলল, সব বিষয় নিয়ে আলোচনা করলাম। + ওদেরকেও এগিয়ে আসতে হবে এবং যাঁরা অনশনে আছেন, ওঁদেরকে আমরা অনুরোধ করলাম এঁদের মাধ্যমে যাতে ওরা অনশন থেকে উঠে যায় এবং সব দিক থেকে সব ঠিক থাকে। যেটা ওঁরা চাইছে, কী এই মুহুর্তে একটা ডেডলাইন দেওয়া, কাজ চলছে, সব জিনিসের একটা অগ্রগতি হচ্ছে, তা আমরা ওঁদেরকে বোঝালাম।' 


যদিও বরফ তো গলেইনি, তার কোনও সম্ভাবনা তো তৈরি হলই না। উল্টে পরিস্থিতি আরও জটিল হতে পারে, তৈরি হল এমন আশঙ্কা।               


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে