Gautam Singhania Raymonds: টেক্সটাইল ও রিয়েল এস্টেট খাতের সঙ্গে যুক্ত দেশের অন্যতম বিখ্যাত সংস্থা রেমন্ড এবার তাঁর রিয়েলটি সেক্টরের (Raymond Demerger) ব্যবসাকে আলাদা করার পরিকল্পনা করেছে। রেমন্ড রিয়েলটি লিমিটেড সংস্থাকে এবার ডিমার্জারের সিদ্ধান্ত নিয়েছে রেমন্ড। ৪ জুলাই ২০২৪-এ রেমন্ডের বোর্ড অফ মেম্বারসের বৈঠকে রিয়েল এস্টেট (Raymond Realty Limited) ব্যবসার সঙ্গে টেক্সটাইল ব্যবসার সংযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে রেমন্ড রিয়েলটির ডিমার্জারের প্রস্তাবে সম্মতি জানানো হয়। ডিমার্জারের পরে এই দুই সংস্থা পৃথক সংস্থা হিসেবে কাজ করবে।


শেয়ারহোল্ডাররা পাবেন রেমন্ড রিয়েলটির শেয়ার


স্টক এক্সচেঞ্জে একটি ফাইলিংয়ের মাধ্যমে রেমন্ড (Raymond Demerger) জানিয়েছে রেমন্ড রিয়েলটি এবার একটি নতুন এনটিটি হিসেবে স্টক মার্কেটে প্রবেশ করবে। রেমন্ড ইন্ডিয়ার একটি শেয়ারের বদলে শেয়ারহোল্ডাররা রেমন্ড রিয়েলটির একটি শেয়ার পাবেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, রেমন্ডের রিয়েল এস্টেট ব্যবসায় ২০২৩-২৪ অর্থবর্ষে ১৫৯৩ কোটি টাকা রাজস্ব আদায় করেছে। আগের বছরের তুলনায় তা ৪৩ শতাংশ বেশি। এবং সংস্থার EBITDA এখন ৩৭০ কোটি টাকা।


সংস্থার একটি বড় কারখানা আছে থানেতে


রেমন্ড রিয়েলটির (Raymond Demerger) কাছে থানেতে ১০০ একরের জমি রয়েছে যেখানে ৪০ শতাংশ এলাকাতেই এখন কনস্ট্রাকশন চলছে। কনট্রাক্টরদের থেকে জানা গিয়েছে থানেতে এই জমির উপর ৯০০০ কোটির ৫টি প্রজেক্টের কাজ চলছে এখন। এছাড়াও এই জমি থেকে সংস্থার আরও ১৬ হাজার কোটি টাকা উপার্জন হবে। অর্থাৎ এই জমি থেকেই ব্যাঙ্কে মোট ২৫ হাজার কোটি টাকা রেভিনিউ নিয়ে আসবে রেমন্ড রিয়েলটি।


রেমন্ড সম্প্রতি মুম্বইয়ের বান্দ্রায় প্রথম জেডিএ প্রকল্প চালু করেছে। এছাড়াও মাহিম, সিয়ান ও বান্দ্রা পূর্ব মুম্বইতে জেডিএ-র জন্য স্বাক্ষর করেছে এই সংস্থা। মুম্বই মেট্রোপলিটন এলাকায় জেডিএর চারটি প্রকল্প নিয়ে কাজ করছে রেমন্ড যাতে ৭০০০ কোটি টাকা রেভিনিউ পাওয়া যাবে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Multibagger Share: ৫৩ টাকার শেয়ার ৪ বছরেই ৬২০৭ টাকায় ! দীর্ঘমেয়াদী বিনিয়োগে বিপুল মুনাফা এই স্টকে