Reserve Bank of India: বেশ কিছুদিন ধরেই দেশের বেশ কিছু ব্যাঙ্কের উপর কড়া পদক্ষেপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। দেশের কিছু ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘনের কারণে তাঁদের মোটা টাকার জরিমানাও করেছে আরবিআই। এর আগে এমনি একটি ব্যাঙ্কের আর্থিক অবস্থা যথাযথ না হওয়ায়, সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডারদের টাকা তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক (RBI Action)। এবার নিষেধাজ্ঞা আরোপ হল মুম্বইয়ের সর্বোদয় কো অপারেটিভ ব্যাঙ্কের উপর। কী জানাল আরবিআই ?
কী জানিয়েছে আরবিআই
সোমবার ১৫ এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI Action) জানিয়েছে, এই ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে টাকা থাকলেও ১৫০০০ টাকার বেশি তুলতে পারবেন না। ডিপোজিট ইনসিওরেন্স ও ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশনের মাধ্যমে গ্রাহকরা তাঁদের আমানতের উপর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার দাবি পেতে পারেন।
ব্যাঙ্কের উপর কী বিধিনিষেধ আরোপ করা হয়েছে
সর্বোদয় কো অপারেটিভ ব্যাঙ্কে (RBI Action) ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৯-এর ৩৫এ ধারা অনুসারে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সোমবার। এখন এই ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদন ছাড়া কোনও ঋণ বা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবে না। এমনকি কোনও ঋণ রিনিউ করতেও পারবে না। কোনও রকম বিনিয়োগ কিংবা কোনও পেমেন্ট করতে পারবে না সর্বোদয় কো অপারেটিভ ব্যাঙ্ক।
আরবিআই তাঁর নির্দেশে কী জানিয়েছে
রিজার্ভ ব্যাঙ্ক সোমবার স্পষ্টই জানিয়েছে যে, এই ব্যাঙ্কে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট কিংবা অন্য যে কোনও অ্যাকাউন্টে যত টাকাই থাক না কেন, গ্রাহকরা তা থেকে ১৫০০০ টাকার বেশি তুলতে পারবে না। তবে এর সঙ্গে এও জানানো হয়েছে যে এই নির্দেশিকার মাধ্যমে কোনওভাবেই ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করার কথা বলা হয়নি। ফলে গ্রাহকদের অযথা ভর পাওয়ার কোনও কারণ নেই।
গত মাস থেকেই পদক্ষেপ করছে আরবিআই
আগের সপ্তাহেই ৮ এপ্রিল মহারাষ্ট্রের শিরপুর মার্চেন্টস কো অপারেটিভ ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সেবারেও এই ব্যাঙ্কের গ্রাহকদের উপর টাকা তোলায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ব্যাঙ্কের আর্থিক অবস্থা যথাযথ করার চেষ্টায় এই পদক্ষেপ ছিল কেন্দ্রীয় ব্যাঙ্কের। এই ব্যাঙ্কের গ্রাহকরা তাঁদের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে কোনওভাবেই টাকা তুলতে পারবেন না, এমনটাই জানানো হয়েছিল রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jio Business: এই সংস্থার সঙ্গে কাজ করবে জিও, নতুন কোন ব্যবসায়িক পরিকল্পনা আম্বানির ?