নয়াদিল্লি: এদিনই চলতি আর্থিক বছরের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে পারে ভারকের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস আজ এই ঘোষণা করতে পারেন। ৮ থেকে ১০ আগস্ট RBI-এর ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির (Monetary Policy Committee)-এর তিনদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ক্রমাগত মুদ্রাস্ফীতির আশঙ্কার মধ্যে RBI আজ রেপো রেট (যা এখন ৬.৫%) অপরিবর্তিত রাখবে বলে ব্যাপকভাবে আশা করা হচ্ছে। এর আগের দুটি নীতিতে, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতির মধ্যেও ওই হার অপরিবর্তিত রেখেছিলেন। ২০২২ সালের মে মাস থেকে এখনও পর্যন্ত ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট 250 বেসিস পয়েন্ট (বিপিএস) বাড়িয়েছে।
একাধিক গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ মুদ্রাস্ফীতির হার ও বিভিন্ন কেন্দ্রীয় ব্যাঙ্ক, বিশেষ করে ইউএস ফেডারেল রিজার্ভ, ইউরোপীয় সেন্ট্রাল ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সাম্প্রতিক পদক্ষেপ।
উদ্বেগ বাড়াচ্ছে মুদ্রাস্ফীতি
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য, রিজার্ভ ব্যাঙ্ক (RBI) 2022 সালের মে থেকে ক্রমাগত রেপো রেট বাড়িয়ে চলেছে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরে বিশ্বে স্বাভাবিক বৃদ্ধিতে ব্যাঘাত হয়েছে। যে কারণে বহু দেশে মুদ্রাস্ফীতির হার বেড়ে গিয়েছে। খুচরো মুদ্রাস্ফীতি যা ২০২২ সালের নভেম্বর ও ডিসেম্বরে ৬ শতাংশের নীচে ছিল, তা আবারও রিজার্ভ ব্যাঙ্কের ৬ শতাংশের লক্ষ্য অতিক্রম করেছে। কনজিউমার প্রাইস ইনডেক্স ভিত্তিক মুদ্রাস্ফীতি জানুয়ারি মাসে ৬.৫২ শতাংশে পৌঁছেছিল, যেখানে এটি ফেব্রুয়ারি মাসে ৬.৪৪ শতাংশে পৌঁছেছিল।
ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত MPC বৈঠকে রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বাড়িয়েছিল। এর ফলে রেপো রেট বেড়ে দাঁড়িয়েছিল ৬.৫০ শতাংশে। মে ২০২২ থেকে এখন পর্যন্ত হার ২.৫০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যদিও তারপর থেকে বাড়ানো হয়নি রেপো রেট।
জুন মাসে GDP নিয়েও ওঠানামার ইঙ্গিত দিয়েছিল RBI. জুন মাসে RBI-এর অর্থ সংক্রান্ত নীতি নির্ধারণকারী কমিটি (MPC) যদিও জানিয়েছিল, বছরভর GDP-র ওঠানা বজায় থাকবে। প্রথম ত্রৈমাসিকে বৃদ্ধির হার ৮ শতাংশ। শেষ ত্রৈমাসিকে তা কমে ৫.৭ শতাংশ হতে পারে। অর্থাৎ পূর্বাভাস দেওয়া হয়েছিল, বছরের শুরুতে বৃদ্ধির হার ঊর্ধ্বমুখী হলেও, বছর শেষ হতে হতে গতি শ্লথ হয়ে পড়বে।
আরও পড়ুন: হাতে এক কোটি টাকারও বেশি 'পে প্যাকেজ', প্রযুক্তির নাড়িনক্ষত্র জানেন আইআইআইটি-র পড়ুয়া পলক