সৌমিত্র রায়, কলকাতা: সেনাবাহিনীর সঙ্গে সংঘাত ইস্টবেঙ্গলের। সংঘাতের জেরে ভাঙা হল ক্লাবের (East Bengal) একটি অস্থায়ী নির্মাণ। সেনাবাহিনীর স্থগিতাদেশের নির্দেশ সত্ত্বেও নির্মাণকার্য চালিয়ে যাওয়ায় গত ১ এপ্রিল এই নির্মান ভেঙে দেওয়া হয়।
ইস্টবেঙ্গল ক্লাবের ক্যাফেটেরিয়ার পিছন দিকে এক শৌচালয় দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পরে ছিল। সেই শৌচালয় সংস্কার করা সিদ্ধান্ত নেয় লাল হলুদ কর্তৃপক্ষ। কিন্তু ইস্টবেঙ্গল হোক বা মোহনবাগান, সেনাবাহিনীর জমিতে ময়দানের ক্লাবগুলি কোনও নির্মাণ কাজ করলে সেনার থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। তবে এক্ষেত্রে লাল হলুদ শিবিরের তরফে কোনও অনুমোদন ছাড়াই এই সংস্কারকার্য শুরু হয়েছিল বলে শোনা যাচ্ছে।
সেনাবাহিনী সূত্রে খবর, ২৬ এপ্রিল টহল দেওয়ার সময় ইস্টবেঙ্গলের ভিতরে এই নতুন নির্মাণ হচ্ছে বলে দেখতে পান তাঁর সঙ্গে সঙ্গেই সেই নির্মাণ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তবে তারপরও চলছিল কাজ। এরপর ১ এপ্রিল সেনাবাহিনীর তরফে নির্মাণ ভেঙে দেওয়া হয়। তাদের প্রশ্ন, অনুমতি ছাড়া কেন তাঁদের জমিতে নির্মাণের কাজ হচ্ছিল? ইস্টবেঙ্গল কর্তৃপক্ষর কাছে এই বিষয়ে জবাব চেয়েছে ফোর্ট উইলিয়াম (Fort William)।
ইস্টবেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) জানিয়েছেন, নির্মাণের জন্য অনুমতি চেয়ে চিঠি পাঠানো হয়েছিল সেনাবাহিনীকে। কিন্তু কোনও কারণে চিঠি পৌঁছয়নি অথবা পাওয়া যায়নি। যার জেরে এই ভুল বোঝাবুঝি হয়েছে। তবে সেনার সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যেই আলোচনায় বসেছিলেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবং সমস্যার সমাধানও হয়ে গিয়েছে, বলেন দেবব্রত সরকারের। কিছুদিনের মধ্যেই আবার এই নির্মাণকার্য শুরু হবে বলে দাবি তাঁর। তবে ঠিক কবে তা শুরু হবে, সেই নিয়ে রয়েছে ধোঁয়াশা। প্রতিরক্ষা মন্ত্রকের কলকাতার মুখ্য় জনসংযোগ আধিকারিক হিমাংশু তিওয়ারি জানান, বেআইনি নির্মাণ করা হচ্ছিল তাই ভেঙে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মাঠের বাইরে বিতর্কে নাম জড়ালেই মাঠের মধ্যে লাল হলুদ কিন্তু সম্প্রতি বেশ ভালই খেলেছে। কেরল ব্লাস্টার্সকে তাদেরই ঘরের মাঠে গিয়ে ৪-২ হারায় ইস্টবেঙ্গল। লাল হলুদের ইতিহাসে এটাই সবথেকে বড় অ্যাওয়ে জয়। এই জয়ের সুবাদে প্লে-অফে পৌঁছনোর দৌড়ে নতুন অক্সিজেন পেল ইস্টবেঙ্গল। শেষমেশ তাঁরা প্রথমবার প্লে-অফে পৌঁছতে পারে কি না, এখন সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নবাবদের শহরে বিরিয়ানি-পার্টি, প্রাক্তন সিএসকে সতীর্থদের ট্রিট দিলেন রায়াডু