কলকাতা: নয়ডা ও হায়দ্রবাদের পর এবার পুনে। উবারের অটো যেন চার্টার্ড প্লেন। অবশ্য ব্যক্তিগত প্লেনের ভাড়াও হয়তো এতটা হবে না। সম্প্রতি দীপাংশ প্রতাপ নামের এক ব্যক্তি একটি উবার রাইড বুক করেন। সেই অটোতে করে তিনি গন্তব্যে পৌঁছানোর পর তার ফোনে ভাড়া দেখায় তিন কোটি টাকা। যা থেকে রীতিমতো আঁতকে ওঠেন দীপক। তিনি যতটুকু রাস্তা গাড়ি চড়েছেন, তাতে ভাড়া সাকুল্যে ৫০ থেকে ১০০ টাকা হতে পারে। তার বদলে ৩ কোটি টাকা ভাড়া দেখে রীতিমতো চমকে ওঠেন। 


৩ কোটি ভাড়ার জের


এদিকে ৩ কোটি ভাড়া দেখে থতমত খেয়ে যান অটোচালকও। তিনি পুনের বাসিন্দা দীপাংশকে ছাড়তে চাননি। বরং পুরো তিন কোটি টাকাই পেমেন্ট করতে বলেন। নাহ, বেশি টাকা আয় হবে সেই ভেবে বলেননি তিনি। বরং ওই টাকা দীপাংশ না দিলে তাঁকে পেমেন্ট করছে হতে পারে। সেই ভেবেই তিনি দীপককে জোরাজুরি শুরু করেন। দীপক টাকা না দিল তাকে দেউলিয়া হতে হবে, এই ভয়েই চলতে থাকে বচসা।


কাঠফাটা রোদ্দুরে বচসা


কোটি টাকা ভাড়া যে আদতে কোনও প্রযুক্তিগত সমস্যা তা বুঝতে পারছিলেন দীপক। কিন্তু বোঝাতে পারছিলেন না অটোচালককে। ফলে থেকে রোদের মধ্যে দাঁড়িয়েই শুরু হয়ে যায় বচসা। এইদিকে তিন কোটি টাকার লোকসান এড়াতে নাছোড়বান্দা হয়ে পড়েন অটোচালক। ফলে টানা ১৫ মিনিট ধরে চলতেই থাকে বচসা। অবশেষে মানতে রাজি হন তিনি। 


উবারের উত্তর


গোটা ঘটনার কথা নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন দীপক। পোস্টে মেনশন করেন উবার ও উবার ইন্ডিয়া। পোস্ট করার পর তাদের তরফে এর রিপ্লাই আসে। উবারের তরফে যোগাযোগের তথ্যাদি চাওয়া হয়। তার ভিত্তিতে ঘটনাটির তদন্ত শুরু হবে বলে জানানো হয়। পাশাপাশি এই গন্ডগোলের ব্যাপারে আশ্বস্তও করে উবার।


আগের ঘটনার পুনরাবৃত্তি


এর আগে নয়ডাতেও একই ঘটনা ঘটে। সেখানে এক ব্যক্তিকে রোজ অটো  চড়তে ৬২ টাকা দিতে হয়। ওই দিন তিনি উবার রাইড বুক করেছিলেন। সেই রাইড শেষ করার পর দেখা যায় তার মোট বিল ৭.৬৬ কোটি হয়ে গিয়েছে। যা রীতিমতো চমকে দেওয়ার মতো। তবে ওই বিল নিয়ে তিনি একটি মজার ভিডিয়ো বানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়‌।


আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন -  Watch: মাসে মাসে বাড়িভাড়া দিতে হয় মাকে, কচি বয়স থেকে নিজের দায়িত্ব নিতে শিখছে এই সন্তানরা