Vivo Smartphones: ভিভো ভি৩০ সিরিজের (Vivo V30 Series) দু'টি ফোন মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছে। ভিভো ভি৩০ (Vivo V30) এবং ভিভো ভি৩০ প্রো- (Vivo V30 Pro) এই দুই ফোন লঞ্চ হয়েছে দেশে। শোনা যাচ্ছে, ভিভো ভি৩০ সিরিজের আরও একটি ফোন ভারতে লঞ্চ করতে চলেছে সংস্থা। এবার লঞ্চ হতে পারে ভিভো ভি৩০ই ৫জি (Vivo V30e 5G) মডেল। আনুষ্ঠানিক ভাবে ভারতে লঞ্চের আগে এই ফোনের রিটেল বক্স (Retail Box) অনলাইনে ফাঁস হয়েছে। সেখান থেকে ভিভো- র এই ফোনের (Vivo Smartphones) ডিজাইন সম্পর্কে জানা গিয়েছে। ভিভো সংস্থা যদিও এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে এখনও কিছু ঘোষণা করেনি।
ভিভো ভি৩০ই ৫জি ফোনের ডিজাইন কেমন হতে চলেছে, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই মডেলে
- এই ফোনে কার্ভড ডিসপ্লে থাকতে পারে। এর আগেও কার্ভড ডিসপ্লে সমেত ফোন লঞ্চ করেছে ভিভো।
- ভিভো ভি৩০ই ৫জি ফোনের ব্যাক প্যানেলে গোলাকার রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে।
- এই ফোনের ডিসপ্লের উপরের দিকের বর্ডার অংশের একটু নীচে মাঝ-বরাবর থাকতে পারে একটি হোল পাঞ্চ কাট আউট। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
- ভিভো ভি৩০ই ৫জি ফোনের ব্যাক প্যানেলে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। তার সঙ্গে একটি এলইডি ফ্ল্যাশ দেখা যেতে পারে।
- ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোনের থেকে একেবারেই আলাদা হতে চলেছে ভিভো ভি৩০ই ৫জি ফোনের ডিজাইন। নতুন ফোনের ডানদিকের সাইডের অংশে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন থাকতে পারে।
ভারতে আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো ভি৩০ই ৫জি ফোন সম্পর্কে আর কী কী তথ্য প্রকাশ্যে এসেছে, দেখে নেওয়া যাক
টিপস্টার পারস গগলানি ভিভো ভি৩০ই ৫জি ফোনের রিটেল বক্সের ছবি প্রকাশ্যে এনেছেন। সেখানে দেখা গিয়েছে উল্লিখিত ডিজাইন এবং স্পেসিফিকেশনগুলি। ভিভো ভি৩০ই ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে আর্টিস্টিক রেড এবং আর্টিস্টিক ব্লু- এই দুই রঙে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর থাআর সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের সাহায্যে এই ফোন পরিচালিত হতে পারে। এই ফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সির নতুন দুই ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।