Reserve Bank of India: গতকাল শুক্রবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছিল যে এই কেন্দ্রীয় ব্যাঙ্ক দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক এবং একটি আর্থিক প্রতিষ্ঠান শ্রীরাম ফিনান্সের উপরে কয়েক লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে। কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘনের কারণে এই জরিমানা ধার্য করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে এইচডিএফসি ব্যাঙ্কের উপরে ৪.৮৮ লক্ষ টাকা এবং শ্রীরাম ফিনান্স সংস্থার উপরে ২.৭০ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক একটি বিবৃতিতে জানিয়েছে যে এইচডিএফসি ব্যাঙ্কের উপরে জরিমানা আরোপ করা হয়েছে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (FEMA)-এর ধারা ১১(৩) অনুসারে। বেসরকারি এই ঋণদাতা সংস্থা তাদের ক্লায়েন্টকে ঋণ দেওয়ার সময় ভারতে বিদেশি বিনিয়োগ সংক্রান্ত মাস্টার ডিরেকশন অবহেলা করেছে।
বিবৃতিতে বলা হয়েছে যে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এইচডিএফসিকে একটি শো-কজ নোটিশ জারি করা হয়েছিল, এবং এর প্রতিক্রিয়ায় এইচডিএফসি ব্যাঙ্ক একটি লিখিত উত্তর জমা দিয়েছিল আর মৌখিকভাবেও তাদের উত্তর জানিয়েছিল। মামলার তথ্য এবং ব্যাঙ্কের দেওয়া উত্তর বিবেচনা করে রিজার্ভ ব্যাঙ্ক এই জরিমানা আরোপ করেছে।
একইভাবে ডিজিটাল ঋণ প্রদানের কিছু নিয়ম ও শর্তাবলী না মেনে চলার জন্য শ্রীরাম ফিনান্স লিমিটেড এই নন ব্যাঙ্কিং ফিনান্স কর্পোরেশনকে আর্থিক জরিমানা করেছে আরবিআই। এই এনবিএফসির উপরে ২.৭০ লক্ষ টাকার জরিমানা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নির্দেশিকা ২০২৫-এর কিছু বিধান না মেনে চলার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে।
৩১ মার্চ ২০২৪ তারিখে শ্রীরাম ফিনান্সের আর্থিক অবস্থা সম্পর্কে আরবিআই সংস্থার একটি বিধিবদ্ধ পরিদর্শন পরিচালনা করেছিল। রিজার্ভ ব্যাঙ্কের বিধি মেনে না চলার সপক্ষে প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট চিঠিপত্রের ভিত্তিতে সংস্থাকে একটি নোটিশ জারি করা হয়েছিল। আদপে একটি শো-কজ নোটিশ জারি করা হয়েছিল শ্রীরাম ফিনান্স লিমিটেডের উপরে। আরবিআই তাদের পরিদর্শনে দেখেছে যে ঋণগ্রহীতারা সরাসরি সংস্থার অ্যাকাউন্টে ঋণ শোধের টাকা জমা করার বদলে তৃতীয় পক্ষের অ্যাকাউন্টের মাধ্যমে ঋণ শোধ করেছিল। রিজার্ভ ব্যাঙ্ক তাই ৮ জুলাই ২০২৫ তারিখে শ্রীরাম ফিনান্সের উপরে জরিমানা আরোপ করেছিল।
এই বছর এপ্রিল মাসেই পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপরে ২৯.৬ লক্ষ টাকার জরিমানা আরোপ করা হয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে। ঋণ, অগ্রিম এবং ঋণ মঞ্জুরির সিস্টেমের বিধি ভঙ্গের কারণে এই জরিমানা ধার্য করা হয়েছিল।