Shaktikanta Das: রেপো রেট (Repo Rate) অপরিবর্তিত রাখার দিনেই ভারতের মুদ্রাস্ফীতি (Inflation) নিয়ে উদ্বেগ প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India)। আজ দেশের মুদ্রনীতি ঘোষণার দিনেই সেই কথা প্রকাশ্য়ে বললেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। জেনে নিন, কী আশঙ্কা করছেন তিনি। আপনার-আমার ওপর এর কী প্রভাব পড়তে পারে।


কী বলেছেন RBI গভর্নর
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) গভর্নর শক্তিকান্ত দাস শুক্রবার বলেছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক গ্রীষ্মে সবজির দামের উপর বিশেষ নজর রাখবে। আরবিআই মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশের কাছাকাছি রাখতে চায়। এক্ষেত্রে সবজির দাম নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। আবহাওয়া দফতর সম্প্রতি গ্রীষ্মে প্রচন্ড তাপের সতর্কবার্তা জারি করেছে। তাপপ্রবাহ আরও কয়েকদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।


কত শতাংশ মুদ্রাস্ফীতি রাখতে হবে
মনিটারি পলিসি রিভিউ কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলনে RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেন, রেপো রেটের সুদের হারে কোনো পরিবর্তন করা হচ্ছে না। আরবিআই-এর মূল লক্ষ্য মুদ্রাস্ফীতির হার ৪ শতাংশে রাখা। সরকার মুদ্রাস্ফীতি  হারের জন্য এই পরিসংখ্যান নির্ধারণ করেছে। ভারতীয় আবহাওয়া দফতরের সতর্কবার্তার পর এই হার নিয়ন্ত্রণ করা খুবই চ্যালেঞ্জিং হতে চলেছে। সবজিসহ অনেক ফসলের ওপর আবহাওয়ার প্রভাব প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতে হয়। জুন পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


গমের দাম স্থিতিশীল থাকবে
তবে গমের দাম নিয়ে আত্মবিশ্বাসী রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। তিনি বলেন, এরই মধ্যে অধিকাংশ ফসল প্রস্তুত ও কাটা হয়ে গেছে। এমতাবস্থায় গম ফসলে তাপের কোনও প্রভাব পড়বে বলে মনে হয় না। অন্যান্য খাদ্য সামগ্রীতেও তাপের প্রভাব মূল্যায়ন করা হচ্ছে। আরবিআই ডেপুটি গভর্নর মাইকেল পাত্র বলেছেন,সাম্প্রতিক অতীতে খাদ্য সামগ্রীর মুদ্রাস্ফীতি দ্রুত ওঠানামা করবে। তবে, আমরা চাই না এটি উপভোক্তা মুদ্রাস্ফীতির ওপর প্রভাব ফেলুক। সাম্প্রতিক সময়ে শস্য ও সবজির দামের কারণে খাদ্যের মুদ্রাস্ফীতি কয়েকগুণ বেড়েছে।


ভারতীয় অর্থনীতিতে হাতির উদাহরণ
এদিন আরবিআই গভর্নর বলেছেন, ''আমাদের মুদ্রাস্ফীতির দিকে নজর রাখতে হবে। দাম বাড়ার বিষয়ে আমরা নিশ্চিত হতে পারছি না। ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে মুদ্রাস্ফীতির হার প্রায় ৪ শতাংশ হতে পারে।'' এই মুদ্রাস্ফীতি বোঝাতে গিয়ে আজ হাতির উদাহরণ দিয়ে দাস বলেন, ''হাতি ধীরে ধীরে চলছে। আমরা চাই হাতিটি বনে ফিরে আসুক । দীর্ঘ সময় সেখানে থাকুক।''


World Youngest Billionaire: ১৯ বছর বয়সে বিশ্বের সবথেকে কমবয়সী ধনকুবের এই মেয়ে, কী করেন ?