নয়াদিল্লি: এবার থেকে সাধারণ মানুষও বন্ড মার্কেটে লগ্নি করতে পারবেন। সরকার আরবিআই ডাইরেক্ট রিটেল স্কিম (RBI direct retail scheme) শুরু করেছে। এই স্কিমের মাধ্যমে  বন্ড মার্কেটে (Bond Market) লগ্নি করে ফিক্সড ডিপোজিট (FD)-র থেকে বেশি সুদ মিলবে। উল্লেখ্য, সরকারের যখন অর্থের প্রয়োজন হয়, তখন বন্ড জারি করে। এই বন্ড জারির মাধ্যমে সরকার লগ্নি বাজার থেকে অর্থ সংগ্রহ করে থাকে। 


সংগ্রহকৃত অর্থ সরকার ভিন্ন ভিন্ন প্রকল্পে  লগ্নি করে। বন্ড আদতে একপ্রকার ঋণপত্রের মতো। এই বন্ডে লগ্নিকৃত অর্থের দায়িত্ব সরকারেরই হয়ে থাকে। এই কারনেই এই লগ্নিকে সুরক্ষিত বলে মনে করা হয়। অনেকেই বন্ডে তাঁদের সঞ্চিত অর্থের লগ্নি একটি দীর্ঘকালীন সময়ের দৃষ্টিভঙ্গিতে করে থাকেন। সমস্ত বন্ডের ম্যাচিওরিটির সময় সীমা বিভিন্ন  হয়ে থাকে। 


কীভাবে অ্যাকাউন্ট খোলা যাবে


নতুন ব্যবস্থা অনুযায়ী, এতে লগ্নি করতে খুচরো লগ্নিকারীদের আরবিআইয়ে রিটেল ডায়রেক্ট গিল্ট অ্যাকাউন্ট খুলতে হবে। বন্ড কেন্দ্র ও রাজ্য সরকার জারি করে। এতে লগ্নি করতে উৎসাহী হলে আরবিআইয়ের পোর্টালের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে হবে। ভেরিফিকেশনের পর ওই অ্যাকাউন্ট চালু হবে। 


যে পরিমাণ কর দিতে হবে


তবে কেউ যদি ভেবে থাকেন যে, এই লগ্নিকে কর দিতে হয় না, তাহলে বলে রাখা ভালো, বন্ডে লগ্নিতে কর ছাড়ের সুবিধা মিলবে না। ম্যাচিওরিটির পর  এই বন্ডে লগ্নির মাধ্যমে যে সুদ পাওয়া যাবে, তার ওপর স্ল্যাবের ভিত্তিতে কর দিতে হবে। খুচরো লগ্নিকারীদের কাছে এই বন্ড ম্যাচিওরিটির আগেই বিক্রয়ের সুবিধা থাকবে। 


সরকারি বন্ডে অর্থ লগ্নি সুরক্ষিত বলে মনে করা হয়। কেন্দ্র ও রাজ্য সরকারগুলির পক্ষ থেকে বন্ড জারি করা হয়। সেজন্য এতে ঝুঁকির সম্ভাবনা কম থাকে। দীর্ঘকালীন সময়ের জন্য লগ্নি করতে চাইলে আরবিআই রিটেল ডায়রেক্ট স্কিম ভালো বিকল্প হতে পারে। এতে লগ্নি করে ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি সুদের হার মিলবে।