কলকাতা: ২ হাজার টাকার নোট নিয়ে বড় ঘোষণা ভারতের রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank of India)। একটি বিশেষ দিনে ২০০০ টাকার নোট (Rs 2000 Note) জমা বা বদল- কোনওকিছুর সুযোগ মিলবে না। একটি বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানাল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। কোন দিন এই কাজ বন্ধ থাকবে?


কী রয়েছে বিজ্ঞপ্তিতে:
বৃহস্পতিবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে RBI, সেখানে জানানো হয়েছে আগামী ১ এপ্রিল, রিজার্ভ ব্যাঙ্কের ১৯টি অফিসেই ২০০০ টাকার ব্যাঙ্কনোট বদল এবং জমা দেওয়ার যাবতীয় প্রক্রিয়া বন্ধ থাকবে। শেষ হওয়ার অর্থবর্ষের হিসেবনিকেশ (annual closing of accounts) সংক্রান্ত কারণেই ওই দিন ২০০০ টাকার বদল ও জমা হবে না।


যদিও, তারপরের দিন অর্থাৎ ২ এপ্রিল থেকেই এই কাজ আবার শুরু হবে বলে জানানো হয়েছে। X হ্যান্ডেলেও এই বিষয়টি পোস্ট করেছে RBI


 






২০২৩ সালের ১৯ মে থেকে আরবিআই-এর ১৯টি অফিসে নাগরিকরা ২০০০ টাকার (Rs 2000 note Exchange) নোট বদল করার সুযোগ পাচ্ছেন। ওই বছরেই ৯ অক্টোবর থেকে আরও একটি সুবিধা মিলছে। কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ২০০০ টাকার নোট নিয়ে সেই অর্থ তাদের সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়ার কাজও করছে আরবিআই-এর ১৯টি অফিস।


সংবাদ সংস্থা সূত্রের খবর,  ২০২৪ সালের ১ মার্চের তথ্য বলছে ২০২৩ সালের ১৯ মে বাজারে যত ২০০০ টাকার নোট ছিল, তার ৯৭.৬২ শতাংশ ব্য়াঙ্কিং ব্যবস্থার মধ্যে ফিরে এসেছে। 


২০২৩ সালের ১৯ মে ২০০০ টাকার নোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। বলা হয়েছিল ধীরে ধীরে বাজার থেকে এই নোট তুলে নেওয়া হবে। আর নতুন করে ২০০০ এর ব্যাঙ্কনোট RBI ছাপবে না বলেই জানানো হয়েছিল। সেই কারণেই ব্যাঙ্কে গিয়ে এই ব্যাঙ্কনোট জমা দিয়ে তার বদলে অন্য নোট নেওয়ার কথা জানিয়েছিল আরবিআই। নয়তো নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০০০ এর নোটের মাধ্য়মে টাকা জমাও করা যেতে পারে বলে জানানো হয়েছিল। যে কোনও ব্যাঙ্কের শাখায় এই কাজ করার জন্য নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছিল। এখনও রিজার্ভ ব্যাঙ্কের অফিসে এই কাজ করা যাচ্ছে। ২০০০-এর নোট তুলে নিলেও এই নোট কখনও অবৈধ ঘোষণা করা হয়নি।  


আরও পড়ুন: সন্তানের স্বাস্থ্যে নজর দিন মকর রাশির জাতকরা, বাকিদের ভাগ্যে কী? রইল শুক্রের রাশিফল