Reserve Bank of India: ২০০০ টাকার নোট নিয়ে বড় আপডেট দিল কেন্দ্রের রিজার্ভ ব্যাঙ্ক। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে এখনও পর্যন্ত দেশের মোট ৯৮.১৮ শতাংশ ২ হাজার টাকার নোট ব্যাঙ্কিং সিস্টেমে ফিরে এসেছে যা এতদিন (Rs. 2000 Note) বাজারে চলছিল নানাভাবে। এখনও পর্যন্ত মানুষের কাছে ৬৪৭১ কোটি টাকা মূল্যের ২ হাজারের নোট রয়ে গিয়েছে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। শনিবার একটি বিবৃতিতে রিজার্ভ ব্যাঙ্ক দেশে ২ হাজার (2000 Rupee Notes) টাকার নোটের পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ২০২৩ সালের ১৯ মে জানানো হয়েছিল যে বাজার থেকে সমস্ত ২ হাজার টাকার নোট তুলে নেওয়া হবে। সেই সময় বাজারে চলতি এই ২ হাজারের নোটের মোট মূল্য ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই অঙ্ক কমে এসে দাঁড়িয়েছে ৬৪৭১ কোটি টাকায়।
২০০০ টাকার নোট জমা করার পদ্ধতি
২০২৩ সালের ৭ অক্টোবরের মধ্যে আপনি যে কোনও ব্যাঙ্কের শাখায় গিয়ে সহজেই আপনার কাছে থাকা ২ হাজার টাকার নোট জমা করতে পারতেন। কিন্তু এখনও যে সমস্ত মানুষের কাছে ২ হাজার টাকার নোট রয়ে গিয়েছে তারা আর ব্যাঙ্কে গিয়ে এই নোট জমা করতে পারবেন না। তার বদলে সারা দেশে রিজার্ভ ব্যাঙ্কের যে ১৯টি ইস্যু অফিস রয়েছে, সেখানে এই নোট জমা করতে হবে। ২০২৩ সালের ৯ অক্টোবর থেকেই দেশের এই ইস্যু অফিসগুলি ২ হাজার টাকার নোট ব্যক্তি এবং কোনও প্রতিষ্ঠানের কাছ থেকে জমা নিয়ে আসছে।
এছাড়াও কেউ চাইলে ভারতীয় ডাকবিভাগের মাধ্যমে যে কোনো পোস্ট অফিস থেকে এই ২ হাজার টাকার নোট দেশের যে কোনও রিজার্ভ ব্যাঙ্কের ইস্যু অফিসে জমা করাতে পারেন। এই টাকার মূল্য পরে ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।
কেন তুলে নেওয়া হল ২ হাজার টাকার নোট
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে যে ২ হাজার টাকার নোট দেশের বাজার থেকে প্রত্যাহার করে নেওয়া সত্ত্বেও তা এখনও অবৈধ নয়, এই নোটের আইনি বৈধতা রয়েছে। এই ২ হাজার টাকার নোট প্রত্যাহার করা ভারতের ক্লিন নোট নীতির একটি অংশ যার মাধ্যমে জাল নোট এবং কম ব্যবহৃত নোটের প্রচলন কমানো যায় দেশে।
আরও পড়ুন: Passport Rules: পাসপোর্ট পেতে হলে এবার থেকে এই নথি আবশ্যিক, বড় ঘোষণা কেন্দ্রের