Stock Market: ভোটের ফলের আগে এক্সিট পোল ইঙ্গিত দিয়েছিল যে বিজেপি ফের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। কিন্তু ভোটের ফলাফলে (Loksabha Election Results 2024) দেখা যায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার ২৯০টি আসনে এগিয়ে আছে, অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট ২২৯টি আসনে জিতেছে। আর এই আবহে দেশের রিয়েল এস্টেট সেক্টর নতুন সরকারের (Real Estate Stocks) প্রতি আস্থা রাখছে বলেই মনে করা হচ্ছে। এই সেক্টরের বর্তমান অবস্থা আরও ভাল করার জন্য নতুন সরকারের দিকেই আশাবাদী ইঙ্গিত দিয়েছে রিয়েল এস্টেট সেক্টর। স্টকের দাম কি বাড়বে ?


মোদির নেতৃত্বে এনডিএ সরকারের তৃতীয় পর্বে আর্থ-সামাজিক উন্নয়ন এবং ভারতের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন (Real Estate Stocks) বহাল থাকবে, এমনটাই আশা করছেন বিশেষজ্ঞরা। India Sotheby's International Realty-র ম্যানেজিং ডিরেক্টর অমিত গোয়েল জানিয়েছেন যে, বর্তমান সরকারের পুনরায় ফিরে আসার কারণে ভারতের অর্থনীতি ও রিয়েল এস্টেট সেক্টরের অনেক উন্নতি হবে। তাঁর কথায়, 'আমরা ২০২৭ সালের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পাব। আর সেই সঙ্গে ঘর-বাড়ির চাহিদা প্রত্যাশিতভাবেই বহাল থাকবে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেটের কাজে জোর দেওয়া হবে। দেশে যে হারে বিত্তশালীদের সংখ্যা বাড়ছে, তাতে বিলাসবহুল রিয়েল এস্টেটের চাহিদাও যে বাড়বে তাতে সন্দেহ নেই। আশা করি এই উচ্ছ্বাস অব্যাহত থাকবে।'


তিনি আরও বলেন, 'NDA 3.0 খুব শীঘ্রই ইউনিয়ন বাজেট পেশ করবে যেখানে দেখতে হবে নির্মীয়মান বাড়ির উপর জিএসটির বোঝা কমানো হয় কিনা, গৃহ ঋণের (Real Estate Stocks) যে কর আদায় তা কমে কিনা এবং ঘর-বাড়ি নেওয়ার জন্য সাধারন মানুষের উপর ভরসা জোগানোর ইঙ্গিত পাওয়া যায় কিনা।'


অন্যদিকে ভেস্টিয়ান সংস্থার সিইও শ্রীনিবাস রাও জানাচ্ছেন, 'শেয়ার বাজারে নতুন সরকার গঠনের প্রভাব বেশ ইতিবাচক। বাজারে গতি ফিরেছে এবং সেই সঙ্গে রিয়েল এস্টেট বাজারের সেন্টিমেন্টও অনেকটাই ইতিবাচক। ২০০৮ সালের পর বম্বে স্টক এক্সচেঞ্জের বিএসই রিয়েলটি ইনডেক্স এই প্রথম ৮৪০০ পয়েন্ট ছাড়িয়ে গিয়েছে। নতুন সরকার গঠনের দিকে আশা রেখে এক্সিট পোলের তথ্যের প্রভাবে বিগত ৫ দিন ধরে ৪-৫ শতাংশ বেড়েছে এই সূচক।'


তথ্যসূত্র: এবিপি লাইভ


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Loksabha Election Result: PSU স্টকে ডাউনট্রেন্ড শুরু ? সতর্ক করলেন এই মার্কেট অ্য়ানালিস্ট