Reliance Highest Paid Employee: রিলায়েন্সের এই তথ্য শুনলে অবাক হবেন আপনিও। কোম্পানির প্রধান মুকেশ অম্বানির চেয়েও সংস্থায় বেতন পান এই ব্যক্তি। যা স্বাভাবিকভাবেই আপনাকে হতবাক করবে। 


 Mukesh Ambani: কোম্পানির কর্মীর বেতন মুকেশ অম্বানির চেয়েও বেশি
ভারতের শিল্পপতিদের তথ্য বলছে, মুকেশ অম্বানি ভারতের অন্যতম ধনী ব্যক্তি। দেশের অন্যতম বড় কর্পোরেট হাউসের মালিক। তার কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতের বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানি। জানলে অবাক হবেন,মুকেশ অম্বানির কোম্পানির একজন কর্মচারীর বেতন মুকেশ অম্বানির বেতনের চেয়েও বেশি।


Reliance: রিলায়েন্সের কর্মচারীর সংখ্যা
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বর্তমানে ভারতের বৃহত্তম বেসরকারি কোম্পানি। এই মুহূর্তে রিলায়েন্স ইন্ডিয়ার কর্মচারীর সংখ্যা ২.৩০ লক্ষ। এই সংস্থা ১৯৬৬ সালে ধিরুভাই অম্বানি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ক্রমশ  নিজের শাখা প্রশাখা বৃদ্ধি করে চলেছে। টেক্সটাইল মিল দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, তা  আজ পেট্রো-কেমিক্যাল , রিটেইল ও টেলিকমে বিস্তার লাভ করেছে। সম্প্রতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আর্থিক খাতে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে।


 Mukesh Ambani: মুকেশ অম্বানির সঙ্গে পারিবারিক সম্পর্ক
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের লক্ষাধিক কর্মচারীর মধ্যে এমন কিছু লোক আছেন যারা আম্বানি পরিবারের খুব ঘনিষ্ঠ ও বিশ্বস্ত।  তারা কয়েক দশক ধরে আম্বানি পরিবারের সাথে যুক্ত। নিখিল মেসওয়ানি রিলায়েন্সের এমনই একজন কর্মী। মেসওয়ানি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ও মুকেশ আম্বানির ভাইপো। নিখিলের ভাই হেতালও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের একজন এক্সিকিউটিভ ডিরেক্টর।


চাকরি শুরু হয় ১৯৮৬ সালে
নিখিল ও হেতাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক রসিকলাল মেসওয়ানির ছেলে। রসিকলাল ধীরুভাই আম্বানির বড় বোন ত্রিলোচনার ছেলে। নিখিল ১৯৮৬ সালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে প্রজেক্ট অফিসার হিসেবে যোগ দেন। ১৯৮৮ সালে তিনি ফুল টাইম এক্সিকিউটিভ ডিরেক্টর হন। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।


কয়েক বছর ধরে অম্বানির বেতন বাড়েনি
সর্বভারতীয় একটি ইংরেজি দৈনিকের প্রতিবেদন বলছে, নিখিল মেসওয়ানি 2021-22 সালে 24 কোটি টাকা বেতন পেয়েছিলেন, যেখানে মুকেশ অম্বানির বেতন 2008-09 থেকে 15 কোটি টাকাই রয়েছে । করোনা মহামারীর সময় 2020-21 এবং 2021-22 দুই বছরে বেতন নেননি মুকেশ অম্বানি। একদিকে, মুকেশ আম্বানির বেতন, অন্যদিকে নিখিলের বেতন 2010-11 সালে 11 কোটি টাকা থেকে বেড়েছে। এখন তার বেতন মুকেশ অম্বানির থেকেও বেশি।


আরও পড়ুন Celebrities Cars: তারকারা চালান এই বিলাসবহুল এসইউভি, দেখুন কার কোন গাড়ি ?