Reliance, Tata News: ১৪ হাজার কোটি টাকার প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ (PLI)স্কিমের সুবিধা পাবে রিলায়েন্স, টাটা পাওয়ার। সোলার মডিউল ইনসেন্টিভ পাওয়ার কোম্পানিগুলির মধ্যে জুড়েছে দেশের অন্যতম নামী দুই কোম্পানির নাম। তবে এই বিশাল অঙ্কের সরকারি সুবিধা পাবে আরও বেশকিছু কোম্পানি।
PLI Scheme: কী কারণে এই বরাত ?
বাজারে জল্পনা চলছিল অনেকদিন ধরেই। মঙ্গলবার সেই জল্পনায় সিলমোহর দিল সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, PLI স্কিমের অধীনে এবার ১৪,০০৭ কোটি টাকা ব্যয় করা হবে। ৩৯,৬০০ মেগাওয়াট ঘরোয়া সোলার পিভি মডিউল উত্পাদনের জন্যই এই টাকা দেওয়া হবে দেশীয় কোম্পানিগুলিকে। মোট ১১টি কোম্পানিকে এই কাজের বরাত দেওয়া হচ্ছে।
Reliance, Tata News: কোন কোম্পানিকে কত বেশি কাজের বরাত ?
প্রেস রিলিজ বলছে, সরকারি PLI স্কিমের আওতায় রিলায়েন্সকে ৬০০০ মেগাওয়াট, ওয়ারিকে ৬০০০ মেগাওয়াট, রিনিউকে ৪,৮০০ মেগাওয়াট, JSW-কে ১০০০ মেগাওয়াট ও টাটা পাওয়ার সোলারকে ৪০০০ মেগাওয়াট পিভি মডিউল উত্পাদনের বরাত দিয়েছে।
PLI Scheme: বেসরকারি কোম্পানিগুলিকে সুবিধা দিয়ে সরকারের কী লাভ ?
সরকারের ধারণা, রিলায়েন্স, টাটা ছাড়াও এই কোম্পানিগুলিকে ঘরোয়া সোলার পাওয়ার ইউনিট তৈরির বরাত দিয়ে আসলে উপকার হবে দেশের। এরফলে ২০২৪ সালের মধ্য়েই ৭৪০০ মেগাওয়াট শক্তি করবে কোম্পানিগুলি। কেন্দ্র আশা করছে, এই স্কিম বাস্তবায়নের ফলে ২০২৫-এর এপ্রিলের মধ্যে ১৬,৮০০ মেগাওয়াট শক্তি উৎপাদন সম্পন্ন হবে। বাকি ১৫,৪০০ মেগাওয়াট পাওয়া যাবে ২০২৬-এর এপ্রিলের মধ্যেই।
Government Scheme : এর থেকে কত কোটির বিনিয়োগ আশা করছে সরকার ?
সরকারের তরফে জানানো হয়েছে, বেসরকারি এই কোম্পানিগুলিকে সোলারের কাজের বরাত দিয়ে আদতে উপকৃত হবে দেশ। এরফলে ৯৩,০৪১ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করছে সরকার। এখানেই শেষ নয়, সরকার মনে করে, এই স্কিমের সঠিক বাস্তবায়নের ফলে মোট ১,০১,৪৮৭ জনের কর্মসংস্থানের জায়গা তৈরি হবে। যার মধ্যে ৩৫,০১০ জন প্রত্যক্ষ কর্মসংস্থান পাবেন এই কাজ শুরু হলে। বাকি ৬৬,৪৭৭ জন পরোক্ষভাবে এই কাজের সঙ্গে নিযুক্ত হবে।
মূলত, দেশি-বিদেশি কোম্পানিগুলিকে প্রোডাকশন লিঙ্ক ইনসেনটিভ স্কিমের সুবিধা দিয়ে থাকে সরকার। এর মাধ্যমে আয়করে ছাড় বাদেও কারখানা নির্মাণের জমিতে ছাড় দিয়ে থাকে সরকার। সরকারি এই ছাড়ের পরিবর্তে কম বিনিয়োগ করে বড় কাজ বাস্তবায়ন করতে পারে কোম্পানিগুলি।
আরও পড়ুন : PAN-Aadhaar Linking : বাড়ল প্যান- আধার লিঙ্কের সময়সীমা, এই তারিখের মধ্যে জুড়তে হবে