কলকাতা: ফের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি (PM-Kisan Samman Nidhi) নিয়ে মমতা পক্ষপাতমূলক আচরণ করেন বলে অভিযোগ শুভেন্দুর। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) কেন্দ্রের কাছে তালিকা পাঠান না। তাতেই বঞ্চিত হচ্ছেন এ রাজ্যের কৃষকরা। শুধু তাই নয়, ধান কেনার টাকায় ব্যাপক দুর্নীতিও হয়েছে বলে দাবি শুভেন্দুর। 


মিছিলে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও


এ রাজ্যের কৃষকরা আর্থিক বঞ্চনার শিকার বলে অভিযোগ। তার প্রতিবাদে জেলায় জেলায় পথে নেমেছে বিজেপি। মঙ্গলবার বিভিন্ন জেলা ঘুরে কলকাতায় এসে পৌঁছন রাজ্য বিজেপি-র কিষাণ মোর্চার সদস্যরা।  সেই মিছিলে যোগ দেন বিরোধী দলনেতা শুভেন্দু। মিছিলে ছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও।


কলকাতার কলেজ স্ক্যোয়্যারের সভা থেকেই এ দিন মমতাকে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, "বিজেপি-র কিষাণ মোর্চা কৃষক দরদী। বছরে কৃষকরা ৬ হাজার টাকা পান। ২০১৭ সাল থেকে এই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির টাকা দেয় কেন্দ্রীয় সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা না পাঠানোয় এ রাজ্যের কৃষকরা বঞ্চিত হচ্ছেন।"


আরও পড়ুন: DA Agitation: বকেয়া DA-র দাবিতে অব্যাহত আন্দোলন, সরকারি অফিস ও স্কুলে ধিক্কার দিবস পালনের ডাক


শুধু তাই নয়, ফসলের টাকায় দুর্নীতিও হয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। তাঁর কথায়, "মমতা বন্দ্যোপাধ্যায় বেছে বেছে নাম পাঠান। সবার নাম পাঠান না। একমাত্র এই রাজ্যে ফসল বিমা যোজনার সুযোগ পান না কৃষকেরা। রাজ্য সরকারও ফসল বিমা যোজনা চালু করেছে। কিন্তু কোনও কৃষক ক্ষতিপূরণ পাননি। ধান কেনার টাকায় ব্যাপক দুর্নীতি হয়েছে।"


একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতে রাজ্য বিজেপি-র এই কর্মসূচি



ইউরিয়া-সহ জমিতে ব্যবহৃত সারের দাম নির্ধারণ, ফসলের ন্যায্য দাম, প্রধানমন্ত্রী কিষাণ নিধি তালিকা-সহ একাধিক প্রকল্পে স্বচ্ছতা আনার দাবিতে রাজ্য বিজেপি-র কিষাণ মোর্চার এই কর্মসূচি। প্রতীকী খাটিয়ে নিয়ে পথে নেমেছেন বিজেপি-র সমর্থকরা। বাংলার কৃষক, বিশেষ করে আলুচাষিদের দুর্দশা নিয়ে সরব বিজেপি। কৃষকদের আত্মঘাতী হওয়ার জন্য রাজ্যকে দায়ী করে তারা। তাদের দাবি, কেন্দ্রীয় সুযোগ-সুবিধাগুলিকে রাজ্যের কৃষকদের কাছে পৌঁছে দেয়নি রাজ্য। তার জন্যই বাংলার কৃষকদের দুর্দশা ঘোচেনি। বিজেপি নেতাদের অনেককে এদিন গলায় আলুর মালা পরেও হাঁটতে দেখা যায় মিছিলে। আলুচাষিদের নিয়ে তৈরি পোস্টার হাতে নিয়ে হাঁটেন তাঁরা।


যদিও বিজেপি-কে এ দিন কটাক্ষ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। বিজেপি-র এই মিছিলকে প্রহসন বলে উল্লেখ করেন তিনি। তাঁর অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের আমলে বৃহত্তম কৃষক আন্দোলন দেখেছে দেশ। কতশত কৃষক আত্মঘাতী হয়েছেন। তাঁদের দাবিদাওয়া মেনে নেওয়ার পরিবর্তে, জলকামান দাগা হয়। গাড়িচাপা দেওয়া হয় কৃষকদের। তাই এ সব সাজে না বিজেপি-কে, দাবি শান্তনুর।