Royal Enfield Scram 411 হল রয়্যাল এনফিল্ডের সাম্প্রতিক বাইক। গত মাসে ভারতে লঞ্চ করা হয়েছিল এই বাইক। যার দাম শুরু 2.03 লক্ষ টাকা (এক্স-শোরুম) । তবে এক মাসের মধ্যেই বাইকটির দাম বাড়িয়েছে কোম্পানি। 


Royal Enfield: কত দাম বাড়ল গাড়ির ?
মোট সাতটি রঙে Scream 411 অফার করছে কোম্পানি। এই বাইক হোয়াইট ফ্লেম, সিলভার স্পিরিট, ব্লেজিং ব্ল্যাক, স্কাইলাইন ব্লু, গ্রাফাইট রেড, গ্রাফাইট ব্লু ও গ্রাফাইট ইয়েলোতে পাওয়া যাবে। এর দাম 3,000 টাকা পর্যন্ত বাড়িয়েছে রয়্যাল এনফিল্ড। এখন এই বাইকের দাম 2.05 লক্ষ থেকে 2.11 লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে।


Royal Enfield Scram 411: কতগুলি রং রয়েছে বাইকে
গ্রাফাইট লাল, নীল ও হলুদের দাম 2000 টাকা বাড়ানো হয়েছে এই বাইকে। এখন এটি 2.05 লাখ টাকায় কেনা যাবে। ব্লেজিং ব্ল্যাক ও স্কাইলাইন ব্লু-এর দামও 2000 টাকা বাড়ানো হয়েছে। তাদের দাম এখন 2.07 লাখ টাকা। হোয়াইট ফ্লেম ও সিলভার স্পিরিট-এর দাম বাড়ানো হয়েছে 3000 টাকা। এখন তাদের দাম 2.11 লক্ষ টাকা।


Royal Enfield Scram 411: পাওয়ার কত বাইকে
নাম থেকেই বোঝা যাচ্ছে, নতুন Royal Enfield Scrum 411 কোম্পানির হিমালয়ান অ্যাডভেঞ্চার বাইকের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। Scram 411 একই 411cc, সিঙ্গল-সিলিন্ডার, SOHC, এয়ার-কুলড, ফুয়েল-ইনজেক্টেড ইঞ্জিনে চলে। ওই একই ইঞ্জিন রয়্যাল এনফিল্ড হিমালয়ানকেও শক্তি জোগায়। এই ইঞ্জিন সর্বোচ্চ 24.3 এইচপি শক্তি ও 32 Nm সর্বোচ্চ টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনে একটি 5-স্পিড গিয়ারবক্স রয়েছে। 


তবে বাজারে শুধু স্ক্র্যাম নয়। ইতিমধ্যেই ইয়েজদির হাত ধরে আরও এক স্ক্র্যাম্বলার পেয়েছে দেশ। দেখতে রয়াল এনফিল্ডের বাইকের থেকে কোনও অংশে কম নয় ইয়েজদির এই বাইক। রঙের ক্ষেত্রে বৈচিত্র রয়েছে মডেলে। যুব প্রজন্মের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে ইয়েজদির এই বাইক।


আরও পড়ুন : Hyundai Palisade: এই গাড়ি ভারতে এলে বদলে যাবে বাজার, হুন্ডাই আনছে নতুন Palisade