নয়াদিল্লি: দেশের প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানগুলির (Premium Institutes) অন্যতম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বে (Indian Institute of Technology, Bombay)। অজস্র পড়ুয়ার স্বপ্ন থাকে আইআইটিতে (IIT) ভর্তি হওয়ার। বহু পড়ুয়ার কাছে 'আইআইটি জীবন' স্বপ্নের মতো। অনেকেই সেই জীবনে প্রবেশ করার জন্য ছোট থেকেই প্রস্তুতি নিতে থাকে। আর সেই 'জনপ্রিয় হস্টেল জীবন'-এর (IIT Hostel life) এক ঝলক প্রকাশ্যে এল। সৌজন্যে আইআইটি বম্বের অধ্যাপক (Professor)। ট্যুইটার হ্যান্ডলে হস্টেল জীবনের একটি মজার ছবি পোস্ট করেছেন তিনি। সেই ছবিই এখন ভাইরাল। তবে এবিপি লাইভ এই ছবির সত্যতা যাচাই করেনি।
'আইআইটি জীবন'-এর অন্দরের ছবি
আইআইটি বম্বের অধ্যাপক অভিজিৎ মজুমদার একটি ছবি শেয়ার করেছেন যেখানে দুই স্কলারকে এক ফ্রেমে দেখা যাচ্ছে। আইআইটি পিএইচডি স্কলার তাঁরা। রবিবারেও মেলেনি ছুটি। সেদিনও ল্যাবরেটরিতেই কাটাতে হচ্ছে। ছবি দেখে মনে হচ্ছে কাজের চাপে এতই ক্লান্ত যে ল্যাবের মেঝেতেই গা এলিয়েছেন বাধ্য হয়ে। মেঝেতে কার্পেট পেতে তার ওপরেই আধশোয়া হয়ে চলছে কাজকর্ম।
তাহলে কি আইআইটি বম্বের জীবন সত্যিই এমনই কঠিন? হতেই পারে। মজার এই পোস্টের মাধ্যমে, আইআইটি বম্বের অধ্যাপক সেখানে পড়াশোনা করার জন্য যে চেষ্টা-উদ্যম-মনোযোগ প্রয়োজন তা দেখিয়ে সকলের সঙ্গে একটি হালকা মুহূর্ত ভাগ করে নিয়েছেন। ছবিতে আইআইটি বম্বের আরও এক ছাত্রকে ল্যাপটপে বসে কাজ করতে দেখা যাচ্ছে।
ট্যুইটার পোস্টে যে ক্যাপশন লেখা তাঁর তর্জমা করলে বোঝা যাচ্ছে যে পোস্টদাতার অধীনেই পিএইডি সারছেন ওই ছাত্র। মজা করে অধ্যাপক লিখেছেন যে তাঁর 'রক্তচোষা' গাইডেন্সের জন্য রবিবার রাতেও নিজের ঘরে যেতে পারেননি এই ছাত্র। তাই না কি সিনিয়রের দেওয়া ম্যাট্রেসে ল্যাবেই শুয়ে পড়েছেন তিনি। মুম্বইয়ের গরম আর ল্যাবের এসির হাওয়া কেবল অজুহাত।
ভাইরাল পোস্ট
ট্যুইটারে নিমেষে ভাইরাল হয়েছে এই ছবি। অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন। একজন লিখেছেন, 'আমার পিএইচডির সময় এসব খুব উপভোগ করেছি, গরমের সময়ে বিলের থেকেও বাঁচা যেত, আমাদের একটা ঘুমনোর চেয়ার, ব্যাগ, টিভি সমেত ডাইনিং টেবিল আর সোফা ছিল। আমার সিনিয়র থাকতেন, অনেক ভাড়া বাঁচিয়েছি।'
আরও পড়ুন: Optical Illusion: ছবিটিতে কী দেখছেন আপনি? কেন দেখছেন এমনটা, রইল কারণ
অধ্যাপকের আইআইটি বম্বের পিএইচডি স্কলারদের নিয়ে পোস্টটি কেবল প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানগুলির কঠিন জীবনের একটি ভাল দিক তুলে ধরেছে তাইই নয়, সঙ্গে মুম্বইবাসীদের গ্রীষ্মের ভয়ঙ্কর মরসুমের কথাও মনে করিয়ে দিয়েছে।