নয়াদিল্লি: রয়্যাল এনফিল্ডের (Royal Enfield)নতুন বাইক আনতে চলেছে কোম্পানি। ফের দেশের রাস্তায় টেস্টিং মোডে দেখা গেল Royal Enfield Scram 411। অটো ব্লগারদের মতে, চলতি বছরের শেষেই ভারতের বাজারে এই বাইককে লঞ্চ করবে এই 'ক্রুজার বাইক জায়ান্ট'।  


Royal Enfield Scram 411
শোনা যাচ্ছে, Royal Enfield Himalayan-এর ওপর কাজ করছে কোম্পানি। শীঘ্রই এই বাইকের ডিজাইনের ওপর বেস করেই একটা সাধারণ রোড নির্ভর বাইক আনতে চলেছে (RE)। যার নাম দেওয়া হয়েছে Royal Enfield Scram411। এর ইঞ্জিন পাওয়ার আগের মতোই হবে। রাফ রোডে চলতে হবে না বলে বদলে দেওয়া হতে পারে উঁচু-নিচু রাস্তায় চলার টায়ার। ইতিমধ্যেই এই বাইকের কিছু গোপন ছবি প্রকাশ্যে এসেছে। তবে ছবিতে অ্যাডভেঞ্চার বাইকের হাই গ্রিপ টায়ারই দেখা গিয়েছে বাইকে।


Royal Enfield Scram 411-এ কী কী পরিবর্তন হয়েছে ?
হিমালয়ান অ্যাডভে়ঞ্চার ট্যুরারের ২১ইঞ্চির টায়ারের পরিবর্তে ১৯ ইঞ্চি টায়ার দেওয়া হয়েছে নতুন স্ক্র্যাম মডেলে। পিছনে জিনিস নেওয়ার লাগেজ র্যাক আর দেখা যাচ্ছে না নতুন মডেলে। পরিবর্তে নতুন বাইকে সিঙ্গল পিস গ্র্যাব রেইল দেওয়া হয়েছে।যাতে বাইকের ওজন আগের থেকে অনেকটাই হালকা হওয়ার কথা। বাইকে টেইল-এর সঙ্গে সঙ্গে টেইল ল্যাম্পেও আনা হয়েছে বদল। 


হিমালয়ানের (Royal Enfield Himalayan) থেকে অনেকটাই বদলে দেওয়া হয়েছে টেইল লাইটের ডিজাইন।  সামনে নতুন হেডল্যাম্প মাস্ক দিয়েছে কোম্পানি। যার ফলে একটু হলেও হিমালয়ান থেকে নিজের আলাদা পরিচিতি তৈরি করতে পেরেছে Royal Enfield Scram 411। তবে ট্যুরারের পরিবর্তে স্ক্র্যাম্বলার লুক দেওয়া হয়েছে বাইকে। ডিসেম্বরের মধ্যেই ডিলারশিপে যাওয়ার কথা বাইকের।


Royal Enfield Cruiser 650 (Shotgun) : ৩৫০ সিসি ক্লাসিকের পর এবার ৬৫০ সিসি ক্রুজার বাইক আনতে চলেছে Royal Enfield।  ইতিমধ্যেই বেশ কয়েকবার দেশের রাস্তায় টেস্টিং মোডে দেখা গিয়েছে এই বাইক। অটোসাইটগুলির মতে , ব্ল্যাক এই বাইক আসলে এনফিল্ডের ৬৫০ সিসি নয়া ক্রুজার 'শটগান'। যদিও কেউ কেউ একে 'সুপার মিটিয়োর' বলছে।


আরও পড়ুন : BYD Electric MPV e6 এল ভারতে, দেখে নিন দাম ফিচার ও স্পেকস


আরও পড়ুন   Honda Rebel 500: রয়্যাল এনফিল্ডের সঙ্গে হবে টক্কর, ভারতে নতুন ক্রুজার বাইক আনছে হোন্ডা