Royal Enfield Hunter 350: রয়্যাল এনফিল্ড ফ্যানদের জন্য সুখবর। যারা দীর্ঘদিন ধরে Royal Enfield-এর নতুন বাইক Hunter 350-এর জন্য অপেক্ষা করছিলেন, এবার তাদের অপেক্ষার অবসান হতে চলেছে। অটো সাইটগুলির মতে, অগাস্টের দ্বিতীয় সপ্তাহে ভারতের বাজারে লঞ্চ হতে পারে এই বাইক। ইতিমধ্যেই ডিলারশিপে আসতে শুরু করেছে হান্টার। এর প্রথম ছবিও সামনে এসেছে। জেনে নিন, কী রয়েছে এই বাইকে।
Royal Enfield Hunter 350: নতুন ইঞ্জিন বাইকে ?
অটো ব্লগারদের খবর সত্যি হলে, রয়্যাল এনফিল্ডের জে প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই বাইক। রয়্যাল এনফিল্ড মিটিয়র ৩৫০ ছাড়াও ক্লাসিক ৩৫০-ও এই প্লাটফর্মের ওপর ভিত্তি করেই তৈরি করেছে কোম্পানি। এতে পাবেন ৩৪৯ সিসির সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। যা ২০.২ বিএইচপি সর্বোচ্চ শক্তি ও ২৭ এনএম পিক টর্ক জেনারেট করে। এখানে ৫ স্পিডের গিয়ারবক্স দিতে পারে কোম্পানি।
Royal Enfield Upcoming Bikes: কেমন দেখতে বাইক ?
অনুমান করা হচ্ছে, সাধারণ রয়্যাল এনফিল্ডের থেকে কিছুটা আলাদা হবে হান্টার ৩৫০। নকশার দিকে দেখলে অনেক বেশি স্পোর্টিয়ার দেখাবে গাড়ি। যে বাইকটি আসছে তা রোডস্টার নকশার বাইক হতে চলেছে। এতে আপনি গোল টার্ন ইন্ডিকেটর, গোল টেই-লাইট দেখতে পাবেন। বসার জায়গার ক্ষেত্রে দেখলে চালকের বসার জায়গা অনেকটাই নিচে রাখা হয়েছে। এছাড়াও এতে ট্রিপার ন্যাভিগেশন পড অপশন পাওয়া যাবে।
Royal Enfield Hunter 350: কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা ?
কোম্পানি একটি রেট্রো বাইকের আদলে এই বাইক তৈরি করেছে। আকর্ষণীয় এন্ট্রি লেভেল মূল্যের সঙ্গে রয়্যাল এনফিল্ড প্রকাশ্যে আনবে এই বাইক। অন্যান্য আরই মডেলের তুলনায় এটি আলাদা হবে বলে ধারণা। বিশেষ করে শহরে ব্যবহারের জন্য এতে স্পোর্টি চেহারা দেওয়া হয়েছে। প্রতিযোগিতার ক্ষেত্রে এই নতুন বাইকটি হোন্ডা CB 350 RS ও Jawa 42 এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামবে।
Royal Enfield Hunter: কত দাম হতে পারে হান্টারের ?
বাইক ব্লগারদের মতে, মিটিয়র 350 এর তুলনায় অনেক কম দাম হবে এই বাইকের। অগাস্টেই সারা দেশের রয়্যাল এনফিল্ডের শোরুমে পৌঁছে যাবে এই বাইক। এর দাম শুরু হবে 1.3 লক্ষ টাকা থেকে। যার সর্বোচ্চ এক্স শোরুম প্রাইস হতে পারে 1.4 লক্ষ টাকা। অটো সাইটগুলির প্রতিবেদন বলছে, রয়্যাল এনফিল্ড হান্টার 350-র দুটি ভ্যারিয়েন্ট বাজারে আসবে। এর বেস ভ্যারিয়েন্টটি সামনে ও পিছনের ড্রাম ব্রেক দেওয়া হবে।তবে এর সেরা ভ্যারিয়েন্টে উভয় চাকায় ডিস্ক ব্রেক দেওয়া হবে।
আরও পড়ুন : Royal Enfield: রয়্যাল এনফিল্ড বাড়াল এই বাইকের দাম, জেনে নিন কোন রঙের মডেলে কত টাকা ?