ভুবনেশ্বর: ওড়িশা এফসি-র ঘরের মাঠে তাদের সমর্থকদের সামনে দিয়েগো মরিসিওদের কোনও গোল করতে না দিয়ে ড্র করায় খুশি মহমেডান স্পোর্টিং-র (Odisha FC vs Mohammedan Sportingঃ নবনিযুক্ত হেড কোচ মেহরাজউদ্দিন ওয়াডু (Mehrajuddin Wadoo)। অন্যদিকে, এই ফলে বেশ হতাশ ওড়িশার হেড কোচ সের্খিও লোবেরা।
প্রথম লিগের ম্যাচে যে ভাবে ওড়িশার আক্রমণ বিভাগকে আটকে রেখেছিল মহমেডান, শুক্রবারও কার্যত সেই একই ছকে কৌশলী স্প্যানিশ কোচ সের্খিও লোবেরার দলকে আটকে রাখেন জুডিকা, অজিয়ে, সাজাদরা। বরাবরের মতো প্রচুর গোলের সুযোগও তৈরি করে মহমেডান স্পোর্টিং। কিন্তু সেগুলিকে গোলে পরিণত করতে পারেননি ফ্রাঙ্কা, গোমেজরা।
তবে দলের এই পারফরম্যান্সে খুশি মহমেডান কোচ মেহরাজউদ্দিন ওয়াডু। টানা পাঁচটি ম্যাচে হারার পর এ দিন এক পয়েন্ট অর্জন করে তিনি সাংবাদিকদের বলেন, “অসাধারণ পারফরম্যান্স হয়েছে আমাদের। দলের প্রত্যেকে আজ ভাল খেলেছে। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ীই খেলেছি। অনেকগুলো সুযোগ তৈরি করেছি আমরা। রক্ষণেও যথেষ্ট ভাল খেলেছে আমাদের ছেলেরা। আজ দল যে পারফরম্যান্স দেখিয়েছে, তার প্রশংসা করতেই হবে”।
এ দিন ঘরের মাঠে ওড়িশা এফসি যেখানে ৬টির বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি এবং তিনটির বেশি শট গোলে রাখতে পারেনি, সেখানে মহমেডান ১২টি গোলের সুযোগ তৈরি করে, কিন্তু মাত্র দু’টি শট লক্ষ্যে রাখে। দিয়েগো মরিসিওরা যেমন বেশি সুযোগই পাননি, সেখানে ফ্রাঙ্কারা এক ঝাঁক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।
এই ড্র নিয়ে ওড়িশা কোচ লোবেরা বলেন, “শুধু আমাদের ফিনিশিং ভাল হয়নি, তা নয়। আজ আমরা ভাল খেলতে পারিনি, প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করতে পারিনি। প্রতিপক্ষকে প্রচুর গোলের সুযোগ তৈরি করতে দিয়েছি আমরা। কঠিন ম্যাচ ছিল। আমি হতাশ, সমর্থকদের সামনে এ রকম পারফরম্যান্সের জন্য”।
এই ড্রয়ের ফলে ওড়িশা এফসি-র প্লে-অফের রাস্তা বেশ কঠিন হয়ে গেল। তাদের আর একটি ম্যাচ বাকি। সেই ম্যাচে জিতলেও তারা ৩৩ পয়েন্টের ওপরে উঠতে পারবে না। যদি মুম্বই সিটি এফসি তাদের শেষ তিন ম্যাচে ও নর্থইস্ট ইউনাইটেড এফসি তাদের দুই ম্যাচে কোনও পয়েন্ট না পায়, একমাত্র তা হলেই প্লে-অফে খেলার সুযোগ পেতে পারে ওড়িশা।
তবে সেই সম্ভাবনা যে বেশ কমই দেখছেন, তা লোবেরার কথাতেই স্পষ্ট। তিনি বলেন, “আমাদের বাস্তবটা মেনে নিতেই হবে। আমার মনে হয় প্লে-অফে যাওয়া এখন বেশ কঠিন। সত্যি বলতে, আমাদের এটা প্রাপ্যও নয়”।
(তথ্য: আইএসএল মিডিয়া)
আরও পড়ুন: মুম্বই সিটির ঘরের মাঠে প্রথম জয়ের খোঁজে লিগশিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্ট