West Bengal Joint Entrance Results 2024: প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স ২০২৪-এর ফলাফল। জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে প্রেস কনফারেন্সে (WBJEE Results 2024) জানানো হল ফলাফল। পূর্ব বিজ্ঞপ্তি অনুসারে আজ ৬ জুন বৃহস্পতিবার বেলা ২.৩০টার সময় কলকাতার সল্টলেকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের দফতরে প্রেস কনফারেন্সে ফলাফল প্রকাশ করা হয়। তবে আজ বিকেল ৪টার পর থেকেই পরীক্ষার্থীরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন।


এই বছর ২৮ এপ্রিল রবিবার ছিল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা (WBJEE Results 2024)। এই বছর মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী জয়েন্টে বসেছিলেন। পেপার ১ ও পেপার ২-এর দুটি পরীক্ষা আয়োজিত হয়েছিল দুটি শিফটে। প্রথম শিফট ছিল সকাল ১১টা থেকে ১টা এবং দ্বিতীয় শিফট ছিল বেলা ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত। এরপর বিগত ৬ মে এই পরীক্ষার প্রভিশনাল আন্সার কি প্রকাশ পায়, ২৪ মে পর্যন্ত সেই আন্সার কি-তে চ্যালেঞ্জ জানানো যেত। এবার আনুষ্ঠানিক ফলপ্রকাশ। আজ বিকেল ৪টের পর থেকে পরীক্ষার্থীরা www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট থেকে জয়েন্ট এন্ট্রান্সের র‍্যাঙ্ককার্ড বা স্কোরকার্ড ডাউনলোড করে নিতে পারবেন।


রাজ্য জয়েন্টে প্রথম হয়েছেন বাঁকুড়ার কিংশুক পাত্র


দ্বিতীয় হয়েছেন কল্যাণীর শুভ্রদীপ পাল


তৃতীয় হয়েছেন কৃষ্ণগরের বিবস্বন বিশ্বাস


চতুর্থ স্থানে আছেন শিলিগুড়ির ইরাদ্রি বসু খণ্ড


রাজ্য জয়েন্টে পঞ্চম হয়েছেন নরেন্দ্রপুরের ময়ূখ চৌধুরী


ষষ্ঠ স্থানে আছেন হুগলির ঋতম বন্দ্যোপাধ্যায়


সপ্তম স্থানে আছেন আলিপুরদুয়ারের অভীক দাস


রাজ্য জয়েন্টে অষ্টম হয়েছেন কাঁকুড়গাছির অথর্ব সিঙ্ঘানিয়া 


প্রথম দশজনের মধ্যে রয়েছে সিবিএসই বোর্ডের ৪ জন পরীক্ষার্থী। আবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের অধীনে পাশ করেছেন ৪ জন পরীক্ষার্থী এবং বাকি দুজন আইএসসি বোর্ডের ছাত্র-ছাত্রী। এই বছর রাজ্য জয়েন্টে ১ লাখ ৪২ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ১ লাখ ১২ হাজার ৯৬৩ জন। অর্থাৎ এবারে পাশের হার ৯৯.৫৩ শতাংশ। বিকেল ৪টার পর থেকে জয়েন্ট এন্ট্রান্সের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। এখান থেকে স্কোরকার্ডও ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। এই স্কোরকার্ডে পরীক্ষার্থীদের ছবি, হল টিকিট নম্বর, অ্যাপ্লিকেশন নম্বর, প্রাপ্ত নম্বর ইত্যাদি সব তথ্য উল্লেখ থাকবে। এই নম্বরের ভিত্তিতে মেধাতালিকাও তৈরি হয়েছে। 


আরও পড়ুন: NTPC Recruitment: রাষ্ট্রায়ত্ত এনটিপিসি সংস্থায় এক্সিকিউটিভ নিয়োগ, ১ লক্ষ পর্যন্ত বেতন- কারা যোগ্য ?


Education Loan Information:

Calculate Education Loan EMI