Layoff News:  স্যামসাং ইন্ডিয়া সংস্থার চেন্নাইয়ের কারখানায় তিনদিন ধরেই চলছে কর্মীদের ধর্মঘট। আর এর মাঝেই সূত্রের মাধ্যমে জানা গিয়েছে সংস্থা এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করা শুরু করেছে। আর এই ছাঁটাইয়ে কাজ হারাবেন মূলত সিনিয়র অফিসাররা। ভারতে নানা অফিসে স্যামসাং ইন্ডিয়াতে (Samsung India) কাজ করেন প্রায় ২ হাজার অফিসার। এদের মধ্যে ১০ শতাংশ কর্মীকে আর কাজে রাখতে চাইছে না সংস্থা। ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং ব্যবসার খারাপ অবস্থার কারণে এই কর্মী ছাঁটাইয়ে (Samsung Layoffs) বাধ্য হচ্ছে সংস্থা।


২০০ অফিসার কাজ হারাতে পারেন


সংবাদসূত্রে জানা গিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স সংস্থায় কর্মীসংখ্যা ৯-১০ শতাংশ পর্যন্ত কমতে পারে। এর ফলে কাজ হারাতে পারেন ২০০ অফিসার। বলা হয়েছে যে এই সংস্থার স্মার্টফোনের বিক্রি অনেকাংশে কমে গিয়েছে। আর তাই এই কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে খরচ কমিয়ে মুনাফা বাড়াতে চাইছে এই সংস্থা। সমস্ত বিভাগেই এই ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে। মোবাইল ফোনের সঙ্গে সঙ্গে কর্মী ছাঁটাই করা হবে কনজিউমার ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স এবং সাপোর্ট ফাংশন বিভাগেও।


৩ মাসের অগ্রিম বেতন দিয়ে ছাঁটাই করা হবে


সংবাদ প্রতিবেদনে এও বলা হয়েছে জুনিয়র কর্মীদের সঙ্গে সঙ্গে সিনিয়র কর্মীদেরও ছাঁটাইয়ের প্রভাব পড়তে পারে। সংস্থা সম্প্রতি কর্মী নিয়োগও বন্ধ করে দিয়েছে। শূন্যপদ থাকলেও কোনও কর্মী নিয়োগ করছে না স্যামসাং ইলেকট্রনিক্স। যে সমস্ত কর্মীদের আগে ছাঁটাইয়ের সময় ৩ মাসের বেতন দেওয়া হত, তার বদলে দেওয়া হচ্ছে ১ মাসের বেতন। শাওমি ইতিমধ্যেই স্যামসাংকে ছাপিয়ে গিয়েছে। ভিভোর কারণেও স্যামসাংয়ের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে।


দীপাবলীর পরে বাড়তে পারে কর্মী ছাঁটাই


সংস্থার সিনিয়র অফিসিয়ালদের সূত্র অনুসারে জুনিয়র ও মিড-লেভেল কর্মীদের বেতনের প্যাকেজ বিগত কয়েক বছরে খুব দ্রুত হারে বেড়েছে। সংস্থার ব্যবসাও হু হু করে বেড়ে চলছিল। আর এখন সংস্থার ব্যবসা ও বিক্রি বন্ধ হয়ে যাওয়ার কারণে দক্ষিণ কোরিয়ার হেডকোয়ার্টারের পক্ষ থেকে খরচ কমানোর কথা বলা হয়েছে। দীপাবলী পর্যন্ত যদি সংস্থার বিক্রিতে কোনও উন্নতি না দেখা যায়, তাহলে ধারণা করা হচ্ছে আরও বেশি কর্মী ছাঁটাই হতে চলেছে। টিভি ও হোম অ্যাপ্ল্যায়েন্সের ব্যবসা জুড়ে দেওয়ার এবং পুনর্গঠনের কথা জানিয়েছে সংস্থা, আর সেই কারণেও ব্যাপক ছাঁটাই হতে পারে সংস্থায়।  



আরও পড়ুন: EV Policy: বৈদ্যুতিন গাড়ি কিনতে ভর্তুকি দেবে সরকার, ১০ হাজার ৯০০ কোটির নতুন স্কিম আনল কেন্দ্র