ভারতের গ্রাহকদের জন্য ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং। এতদিন বিভিন্ন ইলেকট্রনিক্স গ্যাজেট লঞ্চের দিকেই মন দিয়েছিল দক্ষিণ কোরিয়ার এই সংস্থা। স্যামসাংয়ের স্মার্টফোন, ইয়ারফোন, ট্যাব, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্ট টিভি, স্মার্টওয়াচ থেকে শুরু করে রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার (AC) সবই ভারতের বাজারে বেশ জনপ্রিয়। এবার দেশে ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং। অ্যাক্সিস ব্যাঙ্ক এবং ভিসা’র সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রেডিট কার্ড লঞ্চ করেছে স্যামসাং কর্তৃপক্ষ। সারাবছর ধরে এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে স্যামসাংয়ের বিভিন্ন প্রোডাক্টের দামে এবং সার্ভিসের ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। ইএমআই এবং নন-ইএমআই ট্রানজাকশনের ক্ষেত্রে বিভিন্ন আকর্ষণীয় অফারের সঙ্গে এই ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।


এর পাশাপাশি স্যামসাংয়ের যেকোনও প্রোডাক্ট বা সার্ভিস নেওয়ার সময় এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ক্রেতারা রিওয়ার্ড পাবেন। সেভাবেই তৈরি হয়েছে এই ক্রেডিট কার্ড। ক্রেতারা স্যামসাংয়ের স্মার্টফোন, ট্যাব, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন ইত্যাদি প্রোডাক্ট কিনলে কিংবা স্যামসাংয়ের বিভিন্ন সার্ভিস যেমন সার্ভিস সেন্টারের পেমেন্ট, স্যামসাং কেয়ার প্লাস মোবাইল প্রোটেকশন প্ল্যান, ওয়ারেন্টির মেয়াদ বাড়ানো- ইত্যাদি ক্ষেত্রে ১০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। বিভিন্ন অফলাইন সংস্থা যারা স্যামসাংয়ের প্রোডাক্ট বিক্রি করে Pine Labs এবং Benow payment- এর মাধ্যমে সেখানেও ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়ার সুযোগ থাকবে। এর পাশাপাশি Samsung.com, Samsung Shop App এবং জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ও অথরাইজড স্যামসাং সার্ভিস সেন্টারেও স্যামসাংয়ের এই ক্রেডিট কার্ড ব্যবহার করলে ১০ শতাংশ ক্যাশব্যাক পাওয়া সম্ভব।


স্যামসাং ইন্ডিয়া এবং অ্যাক্সিস ব্যাঙ্ক আরও কিছু ব্যবসায়ী সংস্থা যেমন- বিগবাস্কেট, মিন্ত্রা, টাটা ১এমজি, আরবান কোম্পানি এবং জোম্যাটোর সঙ্গে যুক্ত হয়েছে। এইসব সাইট থেকে যাঁরা রোজ কেনাকাটা করবেন তাঁদের কাছে স্যামসাংয়ের ক্রেডিট কার্ড থাকলে রিওয়ার্ড পাবেন ক্রেতারা। কমপ্লিমেন্টারি হিসেবে স্যামসাংয়ের এই ক্রেডিট কার্ডের সঙ্গে airport lounge access, fuel surcharge waiver, dining offers এবং অ্যাক্সিস ব্যাঙ্ক ও ভিসা- র মধ্যে থাকা একাধিক অফারের অ্যাকসেস পাওয়ার সুযোগও থাকবে।


স্যামসাংয়ের এই ক্রেডিট কার্ডের রয়েছে দুটো ভ্যারিয়েন্ট। একটি হল Visa Signature এবং অন্যটি Visa Infinite। প্রথম ভ্যারিয়েন্টে ক্রেতারা বছর ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। মাসে লিমিট থাকবে ২৫০০ টাকা। অন্যদিকে দ্বিতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বছর ২০ হাজার টাকা এবং মাসে ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ক্রেতারা।


আরও পড়ুন- ১০৫- টিরও বেশি স্পোর্টস মোড থাকতে চলেছে ওয়ানপ্লাস নর্ড ওয়াচে