নয়াদিল্লি: অনলাইনে ব্যাঙ্ক প্রতারণার ঘটনা দিনদিন বেড়েই চলেছে। গ্রাহকদের ঠকিয়ে অ্যাকাউন্ট থেকে টাকাপয়সা হাতাতে প্রতারকরা প্রযুক্তিরও ব্যবহার করছে। প্রতারকদের এ ধরনের ছক মোকাবিলায় দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) ধারাবাহিকভাবে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। এবারে এটিএমে প্রতারণা এড়াতে নয়া ওটিপি (OTP) নিয়ম চালু করল স্টেট ব্যাঙ্ক(SBI)।
এই নিয়মে ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে এটিএমে প্রতারণামূলক লেনদেন এড়ানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এই ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ম মাধ্যমে গ্রাহকদের প্রতারণা থেকে সুরক্ষিত করার জন্য। এবার থেকে এসবিআইয়ের গ্রাহকদের এটিএম থেকে তুলতে সংশ্লিষ্ট গ্রাহককে ডেবিট কার্ডের সঙ্গে ওয়ান টাইম পাসওয়ার্ডও এন্টার করতে হবে। এজন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের ফোন টাকা তোলার সময় সঙ্গে নিয়ে যেতে হবে।
এসবিআই তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে এই নিয়মের কথা জানিয়েছে। এই নিয়ম এসবিআই- এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এসবিআই সোশাল মিডিয়ায় জানিয়েছে, এসবিআই এটিএমে লেনদেনের ক্ষেত্রে আমাদের ওটিপি ভিত্তিক টাকা তোলার পদ্ধতি প্রতারকদের বিরুদ্ধে ভ্যাকসিনেশনের মতো। প্রতারণা থেকে আপনাদের সুরক্ষিত করাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
কীভাবে কাজ করবে এই ওটিপি নিয়ম?
-গ্রাহকের রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি পাঠানো হবে
-কোনও একটি লেনদেনের জন্য গ্রাহকদের অথেনটিকেশেনের জন্য চার অঙ্কের নম্বর
-এই নিয়ম এসবিআই কার্ড হোল্ডারদের অননুমোদিত লেনদেন থেকে এসবিআই কার্ড হোল্ডারদের সুরক্ষিত করবে।
এটিএমে ডেবিট কার্ড, পিন ও কতা টাকা তোলা হবে, তা ইনসার্ট করার পর ওই ওটিপি এন্টার করতে বলা হবে। মোবাইল নম্বরে আসা ওটিপি এন্টার করলে তবেই মিলবে টাকা।
এভাবে গ্রাহকদের প্রতারকদের ফাঁদ থেকে সুরক্ষিত করতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে এসবিআই। সম্প্রতি নানাভাবে এটিএমে গ্রাহকদের এটিএমে প্রতারণার মুখে পড়ার ঘটনা সামনে এসেছে। এরই প্রেক্ষাপটে নয়া পদ্ধতি গ্রাহকদের সুরক্ষার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।