নয়াদিল্লি: ভুল ভাঙল গবেষণায়। এতদিন দেশের বহুল ব্যবহৃত পাসওয়ার্ড বলতে '123456'-কেই ভাবত দেশবাসী। যদিও তথ্য বলছে, ভারতে সবথেকে জনপ্রিয় পাসওয়ার্ড হল 'password'। এমনকী ভারতের পাশাপাশি জাপানেও সর্বাধিক জনপ্রিয় পাসওয়ার্ড হিসাবে 'password'-কেই ব্যবহার করা হয়। বৃহস্পতিবার এক গবেষণায় উঠে এসেছে পাসওয়ার্ড সংক্রান্ত এই মজার তথ্য।

  


Most Used Passwords In India : গবেষণা বলছে, এই দুই পাসওয়ার্ড ছাড়া সাধারণত 'iloveyou', 'krishna', 'sairam', 'omsairam'-এর মতো পাসওয়ার্ড ব্যবহার করে ভারতবাসী। সম্প্রতি এই গবেষণা প্রকাশ্যে এনেছে 'NordPass'-এর মতো এক সংস্থা। যাদের মতে, মূলত 'qwerty'কিবোর্ডের কি অনুসারে পাসওয়ার্ড তৈরি করে থাকে বেশিরভাগ লোকজন।সেই ক্ষেত্রে পাশাপাশি  লেটার বা অক্ষরের দিকেই বেশি ঝোঁক যায় তাদের। সেই কারণে 12345 পাসওয়ার্ডের সংখ্যা বেশি হয়। তবে কেবল ভারতই নয়, এই ধরনের পাসওয়ার্ডের জনপ্রিয়তা রয়েছে অন্যান্য দেশেও। যেসব দেশে ফ্রেঞ্চ ভাষার চল রয়েছে সেখানে 'aazerty' দিয়ে বেশিরভাগ পাসওয়ার্ড তৈরি হয়। বিশ্বের বেশিরভাগ দেশেই 'qwerty'কিবোর্ডের পরিবর্তে স্থানীয় ভাষার অক্ষরগুলি পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়। 


Popular Passwords In India : ভারতে পুরুষ, মহিলা উভয়েই পাসওয়ার্ডের ক্ষেত্রে নাম ও 'ভালোবাসার শব্দ' ব্যবহার করে থাকেন। এ ছাড়াও দেশে জনপ্রিয় পাসওয়ার্ডের মধ্যে রয়েছে 123456789, 12345678, india123, qwerty, abc123, xxx, Indya123, 1qaz@WSX, 123123, abcd1234 ও 1qaz । এক কথায় বলা যেতে পারে, ভারতের পাসওয়ার্ড ট্রেন্ড অন্যান্য দেশের সমানতালে চলে। তবে মিল থাকলেও ভারতের সঙ্গে অন্যান্য দেশের পাসওয়ার্ডের কিছু অমিলও আছে।


Passwords In Qwerty :  পাসওয়ার্ড সংক্রান্ত গবেষণা বলছে, বিশ্বের ৫০টির মধ্যে ৪৩টি দেশেই এক নম্বর পাসওয়ার্ডে রয়েছে '123456'। যদিও ভারতে সবথেকে জনপ্রিয় পাসওয়ার্ড হল 'password'। এই জায়গায় সারা বিশ্বের সঙ্গে পার্থ্যক্য রয়েছে আমাদের দেশের। "Qwerty" কিবোর্ডের ধরনের ওপরই ভারতে বেশিরভাগ পাসওয়ার্ড তৈরি হয়। কিবোর্ডের সমান্তরাল বা লম্বা পাশাপাশি 'কি-গুলি' টাইপ করেই এই পাসওয়ার্ড দেওয়া হয়।সেই ক্ষেত্রে টাইপের ধরনের ওপর নির্ভর করে পাসওয়ার্ড।


গবেষণা বলছে, নামের ওপর ভিত্তি করে পাসওয়ার্ড তৈরির ঝোঁক রয়েছে ভারতবাসীর। দেশে "priyanka", "sanjay", "rakesh"এই ধরনের নামের পাসওয়ার্ড বহুল ব্যবহৃত পাসওয়ার্ডের মধ্যে পড়ে। এ ছাড়াও ইংরেজিতে ভালাবাসার শব্দ যেমন- "iloveyou", "sweetheart", "lovely", "sunshine" এই শব্দগুলিও পাসওয়ার্ড হিসাবে ব্যবহার করা হয়।


Cyber Security Update : তবে সহজ পাসওয়ার্ড হওয়ার কারণে হ্যাকারদের বেশিরভাগ হানার শিকার হয় আমাদের পাসওয়ার্ডগুলি। গবেষণা জানা গিয়েছে, ২০০-র মধ্যে ৬২টি পাসওয়ার্ড ক্র্যাক করা যায়। মাত্র এক সেকেন্ডের মধ্যে এই কাজ করতে পারে হ্যাকাররা। এ প্রসঙ্গে NordPass-এর CEO Jonas Karklys বলেন, '' পাসওয়ার্ডের সুরক্ষার বিষয়ে সচেতন নন বেশিরভাগ মানুষ। ডিজিটাল যুগে এখন আমাদের সব কিছুই অনলাইনে প্রবেশ করেছে। সেই জায়গায় সুরক্ষিত পাসওয়ার্ড না দিলে সাইবার হানার মুখে পড়তে হবে আমাদের।এ বিষয়ে সচেতন হওয়া দরকার।'' 


 


আরও পড়ুন: SBI Update: ডেবিট কার্ড ছাড়াই SBI এটিএম-এ তুলতে পারবেন টাকা , জেনে নিন উপায়


আরও পড়ুন : SBI Alert: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে স্টেট ব্যাঙ্কের এই নিয়ম, যাবে আরও টাকা