Fixed Deposit: ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে আপনি যদি ফিক্সড ডিপোজিট করতে চান, তার জন্য অনেক বিকল্প রয়েছে। সাধারণ ফিক্সড ডিপোজিটের থেকে কিছু বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম (Fixed Deposit) আছে যেগুলিতে তুলনায় বেশি সুদ পাবেন আপনি। এর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় স্কিম হল অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিম (SBI Amrit Brishti FD Scheme)। এটি একটি সীমিত সময়ের মেয়াদভিত্তিক স্কিম। কত সুদ মেলে এই স্কিমে ? কারা করতে পারবেন আবেদন ?


এই বছর ২০২৪ সালের ১৬ জুলাই এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত এই স্কিমে ফিক্সড ডিপোজিট করাতে পারবেন ভারতীয়রা।


অমৃত বৃষ্টি স্কিম বনাম সাধারণ ফিক্সড ডিপোজিট স্কিম


বর্তমানে স্টেট ব্যাঙ্কের টার্ম ডিপোজিটের অধীনে সাধারণ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে গ্রাহকরা ৩.৫০ শতাংশ থেকে ৬.৫০ শতাংশ সুদের হার পেয়ে থাকেন। বিভিন্ন মেয়াদের ক্ষেত্রে বিভিন্ন রকম সুদের হার থাকে। প্রবীণ নাগরিকরা এই সাধারন ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পেয়ে থাকেন। আর তাদের ক্ষেত্রে বার্ষিক সুদের হার হয়ে থাকে ৭.৫০ শতাংশ।


অমৃত বৃষ্টি স্কিমের সুবিধে


এই অমৃত বৃষ্টি ফিক্সড ডিপোজিট স্কিমের অধীনে সাধারণ গ্রাহকরা বার্ষিক ৭.২৫ শতাংশ হারে সুদ পেয়ে থাকেন। অন্যদিকে প্রবীণ নাগরিকরা পাবেন অতিরিক্ত ৫০ বেসিস পয়েন্ট হারে সুদ। অর্থাৎ এই ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার রয়েছে ৭.৭৫ শতাংশ। এক্ষেত্রে আপনাকে ৪৪৪ দিনের জন্য ফিক্সড ডিপোজিট করাতে হবে।


১ লাখ টাকা রাখলে কত রিটার্ন পাবেন


৪৪৪ দিনের মেয়াদের এই এসবিআই অমৃত বৃষ্টি স্কিমে ১ লক্ষ টাকা রাখলে সাধারণ গ্রাহকরা মেয়াদ শেষে রিটার্ন পাবেন ১.০৯ লক্ষ টাকা। সুদের পরিমাণ ৯১৩৩.৩৪ টাকা। আর প্রবীণ নাগরিকরা এই স্কিমে একইভাবে ১ লক্ষ টাকা রাখলে ৪৪৪ দিনের মেয়াদে রিটার্ন মিলবে ১ লাখ ৯ হাজার ৭৮৭ টাকা।


কী কী বৈশিষ্ট্য


এই ফিক্সড ডিপোজিট স্কিমে আপনি ১ হাজার টাকা থেকেই বিনিয়োগ শুরু করতে পারেন। ডোমেস্টিক ও এনআরআই গ্রাহকরা এই স্কিমে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে পারেন। যে কোনো বিনিয়োগকারী এই স্কিমে বার্ষিক, মাসিক কিংবা ষাণ্মাসিক হিসেবে টাকা রাখতে পারেন।


আরও পড়ুন: PM SVANidhi Yojana: ৮০ হাজার টাকা পর্যন্ত ঋণ মিলবে আধার কার্ড দেখালেই, কেন্দ্র সরকার দিচ্ছে এই সুযোগ