Govt Scheme: আপনি কি ক্ষুদ্র ব্যবসায়ী ? আপনার ব্যবসার জন্য খুব দ্রুত কিছু টাকা পুঁজি দরকার ? এই পরিস্থিতিতে কোনো গ্যারান্টি (PM SVANidhi Yojana) ছাড়াই আপনি সহজে ঋণ পেতে পারেন। কেন্দ্র সরকার দিচ্ছে এই সুযোগ। আপনি যদি কোনো স্থানীয় মহাজনের কাছে যান কিংবা মাইক্রোফিনান্স গ্রুপের কাছে যান ঋণের জন্য, তাহলে প্রচুর চড়া সুদে (Govt. Scheme) আপনাকে ঋণ নিতে হবে। কিন্তু কেন্দ্রের এই সুযোগে অনেক কম সুদের হারে কোনো কো-ল্যাটারাল না রেখেই আপনি ঋণ পেয়ে যাবেন। তাও আবার শুধু আধার নম্বরের সাহায্যেই। কী এই স্কিম ? কী কী সুবিধে রয়েছে ?

Continues below advertisement

কেন্দ্র সরকারের এই স্কিমে আপনি চটজলদি ৮০ হাজার টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন, তাও মাত্র তিনটি কিস্তিতে। শুধুমাত্র আপনার আধার কার্ড দেখিয়েই এই ঋণ মঞ্জুর হয়ে যাবে। এই ঋণ শোধ করতে পারবেন অনেক কম সুদের হারে এবং বেশ কয়েকটি কিস্তিতে। যারা প্রথমবার কোনো ক্ষুদ্র আকারের ব্যবসা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য এই ঋণ অনেক কাজে দিতে পারে। এই স্কিমের নাম প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা।

কীভাবে ঋণ মঞ্জুর হবে এই স্কিমে

Continues below advertisement

অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যখনই আপনার নামে এই ঋণ মঞ্জুর হয়ে যাবে, আপনি প্রথমেই ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ১০ হাজার টাকা পেয়ে যাবেন। আপনি যখনই এই ঋণ শোধ করে দেবেন, তখন আরও ২০ হাজার টাকা ঋণ পাবেন। দ্বিতীয় কিস্তিতে এই টাকা পাওয়া যাবে। দ্বিতীয় কিস্তির টাকা শোধ করার পরেই আপনি তৃতীয় কিস্তিতে ৫০ হাজার টাকা ঋণ পেতে পারেন। তবে প্রতি কিস্তির টাকা শোধ হওয়ার পরেই পরের কিস্তির টাকা পাবেন আপনি।

১২০০ টাকার বার্ষিক ক্যাশব্যাক

এই প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার অধীনে সুদের উপর ৭ শতাংশ ভর্তুকিও দেওয়া হয় বার্ষিক হিসেবে। এছাড়া দেশে ডিজিটাল লেনদেন বাড়ানোর জন্য ১২০০ টাকার ক্যাশব্যাকও দেওয়া হয় প্রতি বছর। প্রতিটি শহরে এই যোজনার সুবিধে পাওয়া যায় প্রশাসনিক বিভাগ থেকে এবং সেখানেই সমস্ত তথ্য ও নথি যাচাই করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WhatsApp: জানুয়ারি থেকে বেশ কিছু ফোনে বন্ধ হবে হোয়াটসঅ্যাপ ! আপনার ফোনও কি এই তালিকায় ?