Fraud Alert: দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক প্রতারণার শিকার হতে পারেন। এই বিষয়ে একটি সতর্কতা জারি করেছে সরকার। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI Fraud Alert) সমস্ত গ্রাহককে এই প্রতারণার হাত থেকে বাঁচতে আগে থেকে সতর্ক করেছে কেন্দ্র সরকার। এসবিআইয়ের নামে একের পর এক ভুয়ো মেসেজ আসছে বহু গ্রাহকের কাছে, সেই মেসেজে প্রভাবিত হতে নিষেধ করেছে সরকার।


রিওয়ার্ড পয়েন্টের নামে প্রতারণা


প্রেস ইনফরমেশন ব্যুরো দ্বারা একটি ফ্যাক্ট চেকের মাধ্যমে সমাজমাধ্যমে জানানো হয়েছে যে, এসবিআইয়ের গ্রাহকদের সমাজমাধ্যমে (SBI Fraud Alert) ছড়িয়ে পড়া একটি বার্তা থেকে সচেতন ও সতর্ক থাকতে বলা হচ্ছে। এটি একটি জালিয়াতির বার্তা। এই বার্তা আদৌ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিজস্ব নয়। এই বার্তার মাধ্যমে গ্রাহকদের রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার জন্য একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলা হচ্ছে। যা আদপেই ভুয়ো।


ব্যাঙ্ক এই রকম কোনও মেসেজ পাঠায় না


কেন্দ্র সরকারের পক্ষ থেকে জারি করা সতর্কবার্তায় জানানো হচ্ছে যে, এই বার্তা আদৌ সঠিক নয়, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Fraud Alert) কখনই তাঁর গ্রাহকদের মেসেজে বা ইমেলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনও লিঙ্ক পাঠায় না এবং কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে না। এই জালিয়াতি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না, অজানা কোনও ফাইল মোবাইলে ডাউনলোড করবেন না, সতর্ক করেছে প্রেস ইনফর্মেশন ব্যুরো।


প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে নির্দেশ


প্রেস ইনফর্মেশন ব্যুরো তাঁর সমাজমাধ্যমের বার্তায় জানিয়েছে যে স্টেট ব্যাঙ্কের সমস্ত গ্রাহক যেন ব্যাঙ্কে গিয়ে তাদের কর্মীদের সঙ্গে কথা বলে এই মেসেজের ব্যাপারে যাচাই করে নেয়। আর এই ধরনের ভুয়ো মেসেজ থেকে দূরে থাকা দরকার বলা হয়েছে বার্তায়। এর মধ্য দিয়ে গ্রাহক তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সুরক্ষিত রাখতে পারবেন। জালিয়াতির শিকার হবেন না।


জালিয়াতি থেকে বাঁচতে কী করণীয়


যে কোনও রকম মেসেজ পেলে প্রেরককে আগে যাচাই করে দেখতে হবে তা জাল কিনা।


ব্যাঙ্ক থেকে মেসেজ এলে তা শুধুমাত্র একটি নির্দিষ্ট কোড দেওয়া নম্বর থেকে আসবে, তা চিহ্নিত করতে হবে।


মেসেজে সন্দেহজনক লিঙ্ক থাকলে সেখানে কখনই ক্লিক করা যাবে না।


অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমেই কেবল টাকা-পয়সা লেনদেন করতে হবে।


ই-মেল, এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কখনই আপনার আর্থিক তথ্য শেয়ার করবেন না।



আরও পড়ুন: Punjab National Bank: ১২ অগাস্টের মধ্যে KYC না করালে বন্ধ হবে অ্যাকাউন্ট ! গ্রাহকদের সতর্ক করল এই ব্যাঙ্ক