কলকাতা: মহিলা রেঞ্জারকে শাসানি-কুকথা, মন্ত্রী অখিল গিরিকে কড়া বার্তা তৃণমূলের (TMC)। 'হয় নিঃশর্ত ক্ষমা চান, না হলে ইস্তফা দিন', কারামন্ত্রী অখিল গিরিকে নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশের পরই অখিলকে সুব্রত বক্সীর বার্তা। মহিলা অফিসারকে কুকথা এবং শাসানির ঘটনার কড়া পদক্ষেপের নজির তৃণমূলের। নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে নয়তো পদত্যাগ পত্র পাঠাতে হবে- এমনটাই বলা হয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ রেঞ্জ অফিসার মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ তৃণমূলের। নয়তো ইস্তফা দিতে হবে বলে অখিলকে নির্দেশ তৃণমূলের রাজ্য সভাপতির। তৃণমূলের ১৩ বছরের শাসনকালে এই প্রথম এমন কোনও কড়া নির্দেশ দেওয়া হল কোনও মন্ত্রীকে।


বিরোধীদের বক্তব্য়:
বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্যের অভিযোগ, বারবার একইরকম ভাবে বক্তব্য রেখেছেন কারামন্ত্রী। সরকারি অফিসারকে কর্তব্যে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। তাঁকে গ্রেফতার করলে তবে সেটা কোনও পদক্ষেপ হতো বলে তাঁর দাবি। যে কোনও কিছু করলেই ক্ষমা চাইলে পার পাওয়া যাবে-এমনটাই বার্তা দেওয়া হলো হলে তাঁর দাবি। প্রায় একই সুরে অভিযোগ করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তাঁর অভিযোগ, এই ঘটনার জন্য মন্ত্রিসভা থেকে বহিষ্কার এবং গ্রেফতার করা উচিত ছিল। তাহলেই কড়া বার্তা দেওয়া হল। তন্ময়ের খোঁচা, 'মুখ্যমন্ত্রী সাহস দেখাতে পারলেন না।' 


বেড়েছে নজরদারি:
কারামন্ত্রী অখিল গিরির হুমকির পর, তাজপুরে বন দফতরের এলাকায় নজরদারি বাড়ানো হল। পুরো এলাকা ঘিরে রেখেছেন বন দফতরের কর্মীরা। সাধারণের প্রবেশ নিষেধ। এমনকী, বন দফতরের জমি জবরদখলে অভিযুক্ত ব্যবসায়ীদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না। বন দফতরের জমি জবরদখল করে দোকান তৈরির অভিযোগ ওঠে ব্যবসায়ীদের বিরুদ্ধে। সরকারি নির্দেশ মেনে উচ্ছেদ অভিযানে যাওয়া মহিলা রেঞ্জ অফিসারকে কুুরুচিকর ভাষায় আক্রমণ এমনকী, পেটানোর হুমকি দেন মন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন:  আগামী ১০০ দিনে সোনার সময়! এই ৫ রাশির কপালে সাফল্যের বন্যা