WBPSC Recruitment: WBCS সহ একগুচ্ছ শূন্যপদ ঘোষণা, কোন পদে কত আসন ? জানাল PSC

WBCS Recruitment List: প্রকাশ করা হল ডব্লিউবিসিএস (WBCS) সহ আরও অন্যান্য গ্রুপে নিয়োগের সম্পূর্ণ আসন সংখ্যা। কোন পদের জন্য কত আসন রয়েছে স্পষ্ট জানাল পাবলিক সার্ভিস কমিশন।

Continues below advertisement

Govt Jobs:  কিছুদিন আগেই রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম সরকারি স্কুলের জন্য শিক্ষক-শিক্ষিকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবার প্রকাশ করা হল ডব্লিউবিসিএস (WBCS) সহ আরও অন্যান্য গ্রুপে নিয়োগের সম্পূর্ণ আসন সংখ্যা। কোন পদের জন্য কত আসন রয়েছে স্পষ্ট জানাল পিএসসি (WBPSC Recruitment)। ২০২২ সালে প্রথম এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পাবলিক সার্ভিস কমিশন, এবারে সেই বিজ্ঞপ্তির প্রসঙ্গেই সম্পূর্ণ আসন সংখ্যা স্পষ্ট করল কমিশন। দেখা যাচ্ছে এই নিয়োগের (Recruitment News) মাধ্যমে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে মোট ৬১১টি শূন্যপদে লোক নেওয়া হবে বাংলায়। আবেদন যদিও আগেই শেষ হয়ে গিয়েছে। ২০২২ সালের ১ এপ্রিলের মধ্যেই আবেদনের শেষ করার দিন ছিল। তবে আবার নতুন আবেদনের সুযোগ মিলবে কিনা তা জানা যায়নি।

Continues below advertisement

পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এক্সিকিউটিভ সহ আরও অন্যান্য ৫টি গ্রুপ এ বিভাগের জন্য মোট ১৫৩টি আসন রয়েছে। অন্যদিকে গ্রুপ বি-র একটিমাত্র বিভাগের জন্য ৮টি আসন, গ্রুপ সি-র ৯টি পৃথক পৃথক বিভাগের জন্য ১২৮টি আসন, গ্রুপ ডি-র ৩টি বিভাগের জন্য ৩২২টি আসন রয়েছে। বিস্তারিত উল্লেখ রয়েছে পিএসসির এই বিজ্ঞপ্তিতে। রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সহজেই এই বিজ্ঞপ্তি দেখে নিতে পারবেন আপনি।

এখানে দেখুন সম্পূর্ণ বিজ্ঞপ্তি

আরও পড়ুন; WBPSC: বাংলার স্কুলে শিক্ষক নিয়োগ, কোন কোন বিষয়ে ? কারা করতে পারবেন আবেদন

গ্রুপ এ-র মধ্যে ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে ৩০ জনকে, এছাড়াও আছে রেভিনিউ সার্ভিস, কো-অপারেটিভ সার্ভিস, লেবার সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস ইত্যাদি বিভাগ। গ্রুপ বি-র মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ সার্ভিস যেখানে মোট ৮ জনকে নেওয়া হবে। গ্রুপ সি-র মধ্যে রয়েছে জেলা সংশোধনাগারের সুপারিন্টেন্ডেন্ট বা ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট, যুগ্ম ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সাব অর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ১, অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ট্যাক্স অফিসার ইত্যাদি বিভাগ।

গ্রুপ এ পদের বেতন কাঠামো ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ১,৪৪,৩০০ টাকা পর্যন্ত। গ্রুপ বি পদের জন্য বেতন একই কাঠামোয়। গ্রুপ সি-র জন্য বেতন কাঠামো ৪২,৬০০ টাকা থেকে শুরু করে ১,০৯,৮০০ টাকা পর্যন্ত। তবে কিছু পদে বেতন শুরু হবে ৩৯,৯০০ টাকা কিংবা ৩৫,৮০০ টাকা থেকেও। সবশেষে গ্রুপ ডি-র পদের বেতন হবে ৩২,১০০ টাকা থেকে ৮২,৯০০ টাকা পর্যন্ত।

Education Loan Information:
Calculate Education Loan EMI

Continues below advertisement
Sponsored Links by Taboola