State Bank : দেশের অগ্নিবীরদের (Agniveer Scheme) জন্য বিশেষ স্কিম চালু করল স্টেট ব্যাঙ্ক (SBI) । ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) অগ্নিবীরদের জন্য একটি বিশেষ ব্যক্তিগত ঋণ (Personal loan) স্কিম চালু করেছে। 

গ্যারান্টি ছাড়াই চার লক্ষ টাকা পর্যন্ত ঋণ বৃহস্পতিবার SBI এই ঘোষণা করেছে। এই ঋণ প্রকল্পের আওতায়, SBI-তে স্যালারি অ্যাকাউন্ট থাকা অগ্নিবীর জওয়ানরা কোনও গ্যারান্টি ছাড়াই চার লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারবেন। এর সঙ্গে এতে কোনও প্রসেসিং চার্জ থাকবে না।

অগ্নিবীর সৈনিকদের জন্য বিশেষ ঋণ প্রকল্পবিবৃতিতে আরও বলা হয়েছে যে এই ঋণ শোধের সময়কাল অগ্নিপথ প্রকল্পের সার্ভিস পিরিয়েডের কথা মাথায় রেখেই করা হয়েছে। এছাড়াও, ব্যাঙ্ক ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত সকল প্রতিরক্ষা কর্মীদের জন্য সর্বনিম্ন ১০.৫০ শতাংশ সুদের হার অফার করছে।

কী বলছে ব্যাঙ্কএই প্রসঙ্গে এসবিআই চেয়ারম্যান সি.এস. শেঠি বলেন, "এসবিআই-তে আমরা বিশ্বাস করি যে- যারা আমাদের স্বাধীনতা রক্ষা করছেন, তারা তাদের ভবিষ্যৎ গঠনে আমাদের দঢ় সমর্থন পাওয়ার যোগ্য। এই শূন্য-প্রক্রিয়াকরণ ফি কেবল শুরু। আমরা আগামী বছরগুলিতে ভারতের সাহসী যোদ্ধাদের ক্ষমতায়নের জন্য সমাধান তৈরি করব।" এই উদ্যোগটি ডিফেন্স পে প্যাকেজের মাধ্যমে ভারতের সশস্ত্র বাহিনীর কল্যাণের প্রতি ব্যাঙ্কের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ, যা দীর্ঘদিন ধরে অগ্নিবীরদের জন্য দেওয়া হয়।

অগ্নিবীরদের প্রথম ব্যাচ ২০২৬ সালে অবসর নেবেউল্লেখ্য যে ১৪ জুন, ২০২২ তারিখে, কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতীয় যুবকদের সশস্ত্র বাহিনীতে সেবা করার জন্য একটি আকর্ষণীয় নিয়োগ প্রকল্প অনুমোদন করে। এই প্রকল্পের নামকরণ করা হয়েছিল অগ্নিপথ যোজনা। এর অধীনে নিয়োগপ্রাপ্ত যুবকদের বলা হয় অগ্নিবীর। এই প্রকল্পে, যুবকরা চার বছরের জন্য সেনাবাহিনীতে চাকরি করার সুযোগ পান, যার পরে তারা অবসর নেবেন। সুতরাং, অগ্নিপথ প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত প্রথম ব্যাচ ২০২৬ সালের শেষ নাগাদ অবসর নেবে।

আপনার যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনার জন্য এই প্রতিবেদনটি জরুরি। দেশের এই বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অনলাইনে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু নিয়ম বদল করেছে এবং আগামীকাল ১৫ অগাস্ট থেকে এই নিয়ম কার্যকর হবে সকল গ্রাহকদের জন্য। মূলত আইএমপিএস বা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিসের জন্য সার্ভিস চার্জে বদল আনা হয়েছে। এই আইএমপিএসের মাধ্যমে অনলাইন টাকা ট্রান্সফারের চার্জ এবার থেকে খুচরো গ্রাহকদের জন্য বদলে যাচ্ছে। তবে এই বদল কর্পোরেট গ্রাহকদের জন্য আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। এই নিয়মে বদল প্রায় ৪০ কোটি এসবিআইয়ের গ্রাহককে প্রভাবিত করবে।

এবার থেকে কত ফি দিতে হবে

সাধারণত অনলাইনে দ্রুত টাকা পাঠানোর ক্ষেত্রে আইএমপিএস পদ্ধতি ব্যবহার করা হয়। কিন্তু এখন এই নতুন পরিবর্তনের ফলে আপনাকে কিছু বড় লেনদেনের ক্ষেত্রে খুব কম চার্জ দিতে হবে। ফলে এতে সুবিধেই হবে সাধারণ গ্রাহকদের। তবে ছোট অঙ্কের লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের জন্য এই চার্জ দিতে হবে না বলেই জানিয়েছে এসবিআই। ২৫ হাজার টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ দিতে হবে না।

ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইয়োনো অ্যাপের মাধ্যমে ২৫ হাজার টাকা লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না। তবে এর বেশি অঙ্কের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে আপনাকে নামমাত্র ফি দিতে হবে। ২৫ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ২ টাকা চার্জ। ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনে দিতে হবে ৬ টাকা। আর ২ লক্ষ টাকা ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে দিতে হবে ১০ টাকা। এর সঙ্গে যুক্ত হবে জিএসটি।