EMI Update: স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্টে থাকলে চিন্তা বাড়ল আপনার। আগামীকাল থেকেই পকেটে পড়বে টান। কারণ স্টেট ব্যাঙ্ক (SBI)নিয়েছে এই নতুন সিদ্ধান্ত।  


State Bank Of India: ১৫ মার্চ থেকেই বাড়বে চিন্তা
দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক আগামীকাল অর্থাৎ বুধবার থেকে বেস রেট ও বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট (BPLR) বাড়াতে চলেছে। ব্যাঙ্ক ত্রৈমাসিক ভিত্তিতে তার বেস রেট ও BPLR বৃদ্ধি করে। স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট বলছে, 15 মার্চ থেকে SBI-এর BPLR 0.70 শতাংশ বা 70 বেসিস পয়েন্ট বাড়বে। এর পর ব্যাঙ্কের BPLR 14.85 শতাংশে নেমে আসবে। ব্যাঙ্কের বর্তমান BPLR 14.15 শতাংশ রেখেছে ব্যাঙ্ক।


EMI Update: আগামীকাল থেকে বেস রেটও বাড়তে চলেছে
এ ছাড়াও আগামীকাল থেকে SBI-এর বেস রেট 0.70 শতাংশ বা 77 বেসিস পয়েন্ট বাড়তে চলেছে। আগামীকাল থেকে তা 10.10 শতাংশে নেমে আসবে। ব্যাঙ্কের বর্তমান বেস রেট বর্তমানে 9.40 শতাংশে রয়েছে।  শেষবার 2022 সালের ডিসেম্বরে বাড়ানো হয়েছিল এই রেট।


SBI Update: আপনার ইএমআই আরও বাড়বে
এই ঘোষণাগুলির পরে BPLR-এর সঙ্গে যুক্ত SBI ঋণের সুদের হার অবশ্যই বৃদ্ধি পাবে। যার ফলে ঋণগ্রহীতাদের EMI বৃদ্ধি পাবে। এছাড়াও, যারা বেস রেটের ভিত্তিতে ঋণ নিয়েছেন, তাদের জন্যও ঋণের খরচ বাড়তে চলেছে। এতে EMI আরও ব্যয়বহুল হবে।


State Bank Of India: এটি পুরনো বেঞ্চমার্ক
আসলে এগুলোই ব্যাঙ্কের পুরনো মাপকাঠি, যার ভিত্তিতে ব্যাঙ্ক গ্রাহককে ঋণ দেয়। এখন ব্যাঙ্ক যে নতুন ঋণ দেয়, তা এক্সটার্নাল বেঞ্চমার্ক বেসড লেন্ডিং রেট (EBLR) বা রেপো রেট লিঙ্কড রেট (RLLR) এর ভিত্তিতে দেওয়া হয়।


EMI Update: আরবিআই-এর পরবর্তী ক্রেডিট পলিসি ৬ এপ্রিল আসবে
৬  এপ্রিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-এর ঋণ নীতি আসার আগেই সুদের হারে এই বৃদ্ধি করা হচ্ছে। এতেও সুদের হার ০.২৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অনেক অর্থনীতিবিদ মনে করছেন, আগামী ৬ এপ্রিল আসন্ন মুদ্রানীতিতে সুদের হার আরও ০.২৫ শতাংশ বাড়তে পারে।


SBI Amrit Kalash Deposit Scheme: আর কিছুদিন হাতে রয়েছে সুযোগ। চলতি মাসেই শেষ হয়ে যাবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম। গত 15 ফেব্রুয়ারি এই 'অমৃত কলশ ডিপোজিট' চালু করেছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। 


SBI FD Rates: স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম 'অমৃত কলশ ডিপোজিট'-এ বিনিয়োগ করার এটাই শেষ মাস। সুদের হার বলছে, এই স্কিমে 7.10% পর্যন্ত ইন্টারেস্ট রেট পাওয়া যাবে। অন্যান্য স্থায়ী আমানতের স্কিমগুলির তুলনায় ভাল সুদ পেতে 31 মার্চ, 2023 পর্যন্ত সাবস্ক্রিপশনের শেষ তারিখ। এই স্কিমে 400 দিনের মেয়াদ রেখেছে কর্তৃপক্ষ। দেশের ও NRI উভয় গ্রাহকদের জন্য এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে ।


Train Fare Concession : ট্রেনের ভাড়ায় প্রবীণ নাগরিকরা পাবেন ছাড় ? ভারতীয় রেলে নতুন আপডেট