নয়াদিল্লি: খেলাপিদের ধরতে নয়া ভাবনা সেবির। যাঁরা খেলাপি তাঁদের থেকে জরিমানা আদায় করতেই নতুন একটি সিদ্ধান্ত নিয়েছে তারা। কী সেই সিদ্ধান্ত?


যদি কোনও ব্যক্তি এমন খেলাপিদের বিষয়ে তথ্য সেবিকে দিতে পারে, তাহলে পুরস্কারের ব্যবস্থা রাখছে সেবি। যিনি ঠিক তথ্য দেবেন তাঁর হাতে ২০ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার তুলে দেবে নিয়ন্ত্রক সংস্থা সেবি। দুই ভাগে এই পুরস্কার দেওয়া হতে পারে- ইন্টারিম এবং ফাইনাল।


যদিও অন্তর্বর্তী পুরস্কারের পরিমাণটা ওই সম্পদের রিজার্ভ মূল্যের আড়াই শতাংশের বেশি হবে না। হয় ৫ লক্ষ অথবা আড়াই শতাংশ--যেটা কম সেটাই পুরস্কার দেওয়া হবে। এবং চূড়ান্ত পুরস্কারের পরিমাণ উদ্ধার করা বকেয়ার ১০ শতাংশের বেশি হবে না। হয় ১০ শতাংশ অথবা ২০ লক্ষ টাকা, যেটি কম হবে।