Small Savings Scheme: অবসরকালীন সময়ে মাসে মাসে পেনশনের মত পেতে পারলে অনেকখানি নিশ্চিন্ত হওয়া যায়। কর্মজীবনে সঠিক উপায়ে বিনিয়োগ করে রাখলে অবসরের অর্থনৈতিক টানাপোড়েন থেকে নিশ্চিন্ত হওয়া যায়। আর তাঁর ফলে অবসরের পরেও আপনি মাসে মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা উপার্জন করে যেতে পারবেন। অবসরের (Senior Citizen Savings Scheme) কথা চিন্তা করে বিনিয়োগ করতে চাইলে নিশ্চিত রিটার্নের জন্য সবথেকে ভাল উপায় হল পোস্ট অফিসের সেভিংস স্কিম। প্রবীণ নাগরিকদের জন্য বিশেষভাবে তৈরি হয়েছে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। কীভাবে এই স্কিমে (Savings Scheme) বিনিয়োগ করবেন এবং কত টাকা বিনিয়োগ করলে মাসে মাসে ২০ হাজার টাকা করে পেতে পারবেন আপনি ?
কেন্দ্র সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রবীণ নাগরিকদের অবসরকালীন পরিকল্পনা করতে সুবিধে হয়। এই প্রকল্প থেকে মাসে মাসে ২০ হাজার টাকা পেতে গেলে কিছু টাকা এক লপ্তে এই স্কিমে বিনিয়োগ করে রাখতে হবে। সেখান থেকে সুদের মাধ্যমে আপনি মাসে মাসে টাকা পেতে পারেন। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বছরে ৮.২ শতাংশ সুদ পাওয়া যায়। এই স্কিমের মেয়াদ রয়েছে ৫ বছর।
যে কোনও ভারতীয় প্রবীণ নাগরিক যার বয়স ৬০ বছরের উর্ধ্বে তারাই এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। আগে যেখানে এই স্কিমে জয়েন্ট অ্যাকাউন্টে বিনিয়োগের জন্য উর্ধ্বসীমা ছিল ১৫ লাখ টাকা, সেখানে এখন এই উর্ধ্বসীমা বেড়ে হয়েছে ৩০ লাখ টাকা। যদি কোনও প্রবীণ নাগরিক সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ৩০ লক্ষ টাকা এক লপ্তে বিনিয়োগ করেন, তাহলে ৮.২ শতাংশ সুদের হারে তিনি প্রতি বছর ২ লাখ ৪৬ হাজার টাকা সুদ পাবেন। অর্থাৎ মাসে আপনি পাবেন ২০ হাজার ৫০০ টাকা।
এই স্কিমের অধীনে যে সমস্ত ব্যক্তি স্বেচ্ছাবসর নিয়েছেন এবং যাদের বয়স ৫৫ থেকে ৬০-এর মধ্যে, তারাও বিনিয়োগ করতে পারবেন। এই স্কিমে বিনিয়োগ করতে গেলে নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে এবং এক্ষেত্রে জয়েন্ট অ্যাকাউন্ট বা সিঙ্গল অ্যাকাউন্ট খোলা যায়। তবে সিঙ্গল অ্যাকাউন্টে এক লপ্তে ৩০ লক্ষ টাকা বিনিয়োগের সুযোগ পাবেন না।
আরও পড়ুন: Stock Market: ৫ হাজার কোটির ভারতীয় স্টক বিক্রি করল ইউবিএস গ্রুপ, দাম পড়তে পারে এই ৭ স্টকের