নয়াদিল্লি: Zomato ছাড়লেন কোম্পানির সিনিয়র এক্জিকিউটিভ গৌরব গুপ্তা। ২ মাস আগেই কোম্পানির ইনিশিয়াল পাবলিক অফারিং (IPO) বা শেয়ার ছাড়ার সময় প্রচারের মুখ হয়ে উঠেছিলেন তিনি। সেই সময় বাজার থেকে ১৩০ কোটি মার্কিন ডলার তুলতে সমর্থ হয় Zomato। স্বাভাবিকভাবেই তাঁর পদত্যাগে অবাক হয়েছে বিজনেস ওয়ার্ল্ডের অনেকেই।


ফুড ডেলিভারি কোম্পানি জোম্যাটোর (Zomato) অতীত বলছে, ২০১৫ সালে কোম্পানিতে যোগ দেন গৌরব। মাত্র তিন বছরের মধ্যেই ২০১৮ সালে Zomato-র চিফ অপারেটিং অফিসার পদের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। কিছুদিন আগেও কোম্পানির (IPO) ছাড়ার সময় বিনিয়োগকারী ও সংবাদমাধ্যমের কাছে পরিচিত মুখ ছিলেন তিনি।


সম্প্রতি নিজেদের 'গ্রসারি ডেলিভারি সার্ভিস' বন্ধের ঘোষণা করেছে Zomato। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে আর এই পরিষেবা পাওয়া যাবে না ফুড ডেলিভারি প্লাটফর্মে। কোম্পানির তরফে বলা হয়েছে, গ্রাহকের অর্ডার পূরণ করতে পারছে না কোম্পানি। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা। তবে শুধু গ্রসারি নয়, পুষ্টিকর খাবার যেমন-ডায়েটারি ফাইবার, অ্যান্টিঅক্সিড্যান্টস, হার্বাল, হেলথ প্রোডাক্ট সরবরাহ বন্ধ করেছে কোম্পানি।


গ্রসারি পার্টনারদের করা ইমেলে Zomato বলেছে, ''গ্রাহকদের সব সময় সেরা পরিষেবা দিতে চায় কোম্পানি। পাশাপাশি কোম্পানি চায়, আমাদের ব্যবসার অংশীদাররাও যেন সর্বোচ্চ বৃদ্ধির মুখ দেখেন। আমাদের মনে হয়েছে, বর্তমানে যে মডেলে কোম্পানি কাজ করছে তাতে গ্রাহক ও অংশীদারদের সেরাটা দেওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা আমাদের পাইলট গ্রসারি প্রজেক্ট ১৭ সেপ্টেম্বর থেকে বন্ধ করতে চাই।''


নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির ঘনিষ্ঠ জানিয়েছেন, এটা হওয়ারই ছিল। গ্রসারি ও হেলথ প্রোডাক্ট ডেলিভারির ব্যবসা শুরু করেছিলেন গুপ্তা।যা কদিন আগেই বন্ধ করতে হয়। তাঁর বিদেশে ব্যবসার প্রসারের উদ্যোগও সেভাবে ফল হয়নি। কোম্পানির সহকর্মীদের আবেগপ্রবণ ইমেল করেছেন গুপ্তা। সেখানে তিনি লিখেছেন, '' Zomato-তে ৬ বছর কাটানোর পর নতুন অধ্যায় শুরু করতে চলেছি। কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন একটা ভালো টিম তৈরি হয়েছে।এটা যাত্রার বিকল্প বেছে নেওয়ার সময়। আমি খুবই আবেগপ্রবণ, তাই এই মুহূর্তটা বলে বোঝানোর মতো আমার কাছে কোনও ভাষা নেই।"   


আরও পড়ুন : Zomato on Grocery Service: Zomato-তে বন্ধ গ্রসারি ডেলিভারি, ১৭ সেপ্টেম্বর থেকে লাগু নিয়ম


আরও পড়ুন : Banking Tips: ভুল করে অন্যের অ্যাকাউন্টে চলে গেছে টাকা, ফেরত পাবেন কীভাবে ?