মুম্বই: ইতিহাস রচিত হল দেশের শেয়ার বাজারে । প্রথমবার ৫০ হাজারের সীমা অতিক্রম করল সেনসেক্স। বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে প্রায় ২৩০ পয়েন্ট লাফিয়ে ৫০ হাজারি ঘরে ঢুকে পড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। পাল্লা দিয়ে এগোচ্ছে নিফটিও। সর্বকালীন শিখরে পৌঁছল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকও।


পূর্বাভাস ছিল আগেই। তেমনটাই হল। এদিন ইতিবাচক ভঙ্গিমায় খোলে বাজার। ট্রেডিং শুরু হতেই চড়চড় করে বাড়তে শুরু করে। দেশের সংস্থার মধ্যে সবচেয়ে লাভবান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই সংস্থার শেয়ার ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।


সম্প্রতি, ২৪ হাজার ৭১৩ কোটি টাকায় ফিউচার গ্রুপের একটি অংশ কিনেছে মুকেশ অম্বানির সংস্থা। তার ইতিবাচক প্রতিফলিত হয় শেয়ার বাজারে। এর পাশাপাশি, তথ্যপ্রযুক্তি ও গাড়ি সংস্থাগুলির শেয়ার ভাল লাভ করেছে।


যদিও, এই ভরা বাজারেও পতন হয়েছে জেএসডব্লু স্টিল, হিন্ডালকোর শেয়ারে। একইভাবে পড়েছে টাটা স্টিল, আদানি পোর্ট, এইচডিএফসি, গেল ও টিসিএস।


গতকাল মার্কিন প্রশাসনে পালাবদল হয়েছে। আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জো বাইডেন। যার ফলে, গতকাল থেকে চাঙ্গা ছিল ওয়াল স্ট্রিট। মার্কিন পালাবদলের প্রভাবে উজ্জবীত ছিল ডাও জোন্স-ও। সব মিলিয়ে, এদিন বম্বে স্টক এক্সচেঞ্জ খোলা মাত্রই, লগ্নির জোয়ার ছিল শেয়ার বাজারে।


গতকাল মার্কিন স্টক এক্সচেঞ্জ রেকর্ড উচ্চতায় দিন শেষ করে। সেখানেও লগ্নিকারীরা নতুন প্রশাসনের ওপর আস্থা রেখেছেন। শপথগ্রহণের পর বাইডেনের প্রথম একগুচ্ছে ঘোষণাও বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি করেছে।


সূত্রে খবর, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে শীঘ্রই ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের আর্থিক প্যাকেজ ঘোষণা করতে পারে বাইডেন প্রশাসন। এই খবরে মার্কিন শেয়ার বাজার গতি পায়। তার প্রতিফলনও এদিন দেখা গিয়েছে ভারতে।