সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর : ভোট ( Municipal Election) ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, রামজীবনপুর ও ক্ষীরপাই পুরসভায় আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। জেলায় কবে পুরভোট, তার দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও। কিন্তু, ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই, জেলার ৩ পুরসভায় আংশিক প্রার্থী তালিকা ঘোষণা করে দিল সিপিএম (CPM)। টেক্কা দিল তৃণমূল ও বিজেপিকে।
সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ( West Midnapore Ghatal) সিপিএমের (CPM) জেলা সম্পাদক তরুণ রায়ের উপস্থিতিতে ঘোষিত হয় ৩ পুরসভায় সিপিএমের প্রার্থী তালিকা। ঘাটালের ১৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি, রামজীবনপুর ১১টির মধ্যে ৫টি, এবং ক্ষীরপাই পুরসভার ১০টি ওয়ার্ডের মধ্যে ৮টি-তে প্রার্থী ঘোষণা করেছে তারা। ২টি পুরসভায় দেখা যাচ্ছে, কংগ্রেসের সঙ্গে সমঝোতার দরজা খুলে রেখেছে সিপিএম।
বিধানসভা ভোটে শূন্য হয়ে যাওয়া বামেরা ( Left) কলকাতা পুরসভার ভোটে ভাল লড়াই দিয়েছে। কংগ্রেস জিতেছে ২টি আসনে। আসানসোল, শিলিগুড়ি, চন্দননগর ও বিধাননগরেও টক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এই দুই দল! যদিও, পুর-নির্বাচনে সিপিএম বা কংগ্রেসকে কোনও ফ্যাক্টর বলেই ধরতে নারাজ তৃণমূল এবং বিজেপি!
আরও পড়ুন :
' ওয়েব সিরিজে অভিনয়ের নামে ভয় দেখিয়ে' নিউটাউনের পর্ন ভিডিও শ্যুট ! পুলিশের দ্বারস্থ যুবক
সিপিএমকে খুঁজেই পাওয়া যাচ্ছে না, ওদের প্রার্থী তালিকা নিয়ে কী আসে যায়, নেতৃত্ব বললেই প্রার্থী ঘোষণা হবে, জানালেন বিজেপি বিধায়ক শীতল কপাট । অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি দিলীপ মাজিও দাবি করলেন, ' প্রার্থী আগে থেকে ঘোষণা কী হবে? আমাদের প্রার্থী তালিকা প্রস্তুত '
একসময় ঘাটাল লোকসভা ও বিধানসভা এলাকায় শক্ত জমি ছিল বামেদের। বিভিন্ন পুরসভায় প্রভাব ছিল কংগ্রেসেরও। কিন্তু সেসব এখন অতীত। ২০১১-তে তৃণমূলের উত্থান। মাঝে ১০ বছর পার। এলাকায় প্রভাব বেড়েছে বিজেপির। দুই ফুলের লড়াইয়ের মাঝে হাত ও কাস্তে-হাতুড়ি কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে, সেটাই দেখার।