কলকাতা : নিউটাউনে পর্ন ভিডিওর ( Porn Video) শ্যুটিংয়ের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। এ নিয়ে অভিযোগ দায়ের হয়েছে বেলঘরিয়া থানায় (Belgharia PS) । অভিযোগ, ওয়েব সিরিজে অভিনয়ের নামে ভয় দেখিয়ে নিউটাউনের এক হোটেলে পর্ন ভিডিও শ্যুট করা হয়েছে এক যুবককে দিয়ে। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন শোভাবাজারের বাসিন্দা ওই যুবক।
যেহেতু নিউটাউনে (New Town) ওই ঘটনা ঘটেছে, তাই নিউটাউন থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগকারীর দাবি। যদিও ভিডিওর পরিচালকের দাবি, সবকিছু অভিনেতাদের জানিয়েই শ্যুটিং করা হয়েছে। গতকাল বেলঘরিয়া থানায় যান ভিডিওর পরিচালকও।
মঙ্গলবার অভিযোগকারী যুবক নিউটাউন থানায় যান। অভিযোগকারীকে নিয়ে কয়েকটি জায়গায় ঘুরে ওই গেস্ট হাউসটি চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযোগকারীর দাবি, তাঁর রোজগারের প্রয়োজন ছিল। সেই সময় তাঁকে রোজগারের লোভ দেখিয়ে বলা হয়, একটি ওয়েব সিরিজের কাজের জন্য লোক প্রয়োজন। তাই ওই যুবক রাজি হয়ে যান। এরপর তাঁকে নাকি ভিডিওর পরিচালক একটি রেকর্ড করান, যেখানে তাঁকে বলতে বলা হয় যে, তিনি নিজের ইচ্ছেতেই এই ভিডিও করতে সম্মত হয়েছেন। অনিচ্ছেয় নয় !
আরও পড়ুন :
৩ বছর কলকাতা মেট্রোর কারশেডেই পড়ে চিন থেকে আনা অত্যাধুনিক ডালিয়ান রেক, কেন !
অভিযোগকারী দাবি করেন, তিনি এ ব্যাপারে আগে কিছুই জানতেন না। পরে তিনি কাজ না করতে চাইলেও জোর করা হয়। বলা হয়, এই ভিডিও এই দেশে দেখা যাবে না। অভিযোগকারী এখন চান, কোনওভাবেই যেন এই ভিডিও প্রকাশিত না হয়।
গত বছরের মাঝামাঝিও এই জাতীয় একটি অভিযোগ উঠেছিল কলকাতায়। নিউটাউনেই। ২৬ জুলাই নিউটাউনের একটি হোটেলে ফটোশ্যুটের নামে ডেকে নিয়ে গিয়ে, এক তরুণীকে দিয়ে পর্ন শ্যুট করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় ২৯ জুলাই এক মডেল ও এক ফোটোগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ। চারদিনের পুলিশ হেফাজত শেষে সোমবার ফের তাঁদের বারাসাত আদালতে তোলা হয়। ধৃতরা দাবি করেন কোনওরকম পর্ন শ্যুটের সঙ্গে তাঁরা জড়িত নন। তাদের দাবি ছিল, কোনও পর্ন ভিডিও নয়, ন্যুড শ্যুটের কাজ করেছিলেন তাঁরা।