Sensex-Nifty: সোমবার মকরসংক্রান্তির দিনে বাজার খুলতেই বিপুল গতি দেখাল সূচক। সকালেই সেনসেনক্স (Sensex) প্রায় ৫০৪.২৬ পয়েন্ট বেড়ে হয় পেরিয়ে যায় ৭৩ হাজারের সীমা। এই প্রথমবার সেনসেক্স পৌঁছল ৭৩ হাজারের সীমায়। অন্যদিকে নিফটি (Nifty 50) বেড়ে দাঁড়ায় ২২ হাজারে। এককথায় বুল রানের ইঙ্গিতই সফল হল বিশেষজ্ঞদের। পরিসংখ্যান বলছে নতুন বছরের শুরুতেই প্রায় ১৩০০ পয়েন্ট বেড়েছে সেনসেক্স।
সোমবার বাজার খুলতেই সকাল সাড়ে ৯টার মধ্যেই সেনসেক্স পৌঁছে যায় ৭৩২৩৫.৬০ পয়েন্টে। বেলা ১২টা নাগাদ তা বেড়ে দাঁড়ায় ৭৩১৪৬ পয়েন্টে। অন্যদিকে নিফটিও পৌঁছয় ২২০৫০ পয়েন্টে। দুটি সূচকই আজ নতুন উচ্চতা ছুঁয়েছে বলা চলে।
গত সপ্তাহের ধারা বজায় রইল
সপ্তাহ শেষের আগে শুক্রবার উপরে উঠেই শেষ করেছিল ভারতীয় শেয়ার বাজারের সূচক (Sensex Record)। শুক্রবার নিফটি ৫০ সূচক ছুঁয়ে ফেলেছিল ২১৯২৮ -এর নতুন মাইলফলক। তারপরে বাজার শেষ হয়েছে ২১৮৯৪ পয়েন্টে। BSE Sensex-এর ক্ষেত্রেও বাজার শেষ হয়েছে ৭২৫৬৮ পয়েন্টে। ব্যাঙ্ক নিফটিও হাসি ফুটিয়েছিল বিনিয়োগকারীদের মুখে। শুক্রবার ২৭১ পয়েন্ট উঠে শেষ করেছিল ৪৭৭০৯ পয়েন্টে।
ইঙ্গিত বহাল রইল
বিশেষজ্ঞদের একাংশের মতে, গত শুক্রবারে বাজার যা গতি দেখিয়েছে সেই ধারাই বজায় থাকবে সপ্তাহের প্রথম দিনেও। খুব অল্প সময়ের মধ্যেই নিফটি ৫০ (Nifty 50) সূচক ছুঁয়ে ফেলতে পারবে ২২৩০০ স্তর। এই সূচকের সামনে রয়েছে ২২০০০ স্তরের হার্ডল, সাপোর্ট (Support) রয়েছে ২১৭৫০ স্তরে। আর এই ধারণাই সত্য হল সোমবারের বাজারে।
সূচকের আগের রেকর্ড
২০২৪ সালের দুই সপ্তাহে পুঁজিবাজারে সংশোধন দেখা গেছে। তবে এর পরেও সামগ্রিক বাজার এখনও লাভে রয়েছে। গত বছরটি বাজারের জন্য দুর্দান্ত প্রমাণিত হয়েছিল। চলতি বছরে সেনসেক্স প্রথমবার ৭০ হাজার পয়েন্টের স্তর অতিক্রম করেছে। নিফটিও প্রথমবার ২০ হাজার ছাড়িয়েছে। এবার ফের নতুন রেকর্ড দুই সূচকের।
বৃদ্ধির মূলে কী ?
দেশীয় প্রথমসারির কোম্পানিগুলোর আইপিও, লভ্যাংশ এবং ত্রৈমাসিক ফলাফল বাজারে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। সপ্তাহে ৫টি নতুন আইপিও চালু হচ্ছে, এবং ৫টি নতুন শেয়ারও বাজারে তালিকাভুক্ত হতে চলেছে। টিসিএস (TCS) এবং ইনফোসিসের (Infosys) মতো বড় সংস্থাগুলি তৃতীয় প্রান্তিকের ফলাফলের মরসুম শুরু করেছে। টিসিএস এবং এইচসিএল টেকের (HCL Tech) মতো শেয়ারগুলি এক্স ডিভিডেন্ট দিতে চলেছে। এই খবরে বাজারে উর্ধ্বগতি দেখা দিয়েছে বলে অনুমান।
কোন স্টকের দাম বাড়ল ?
সোমবার সূচকের রেকর্ড বৃদ্ধির প্রভাব পড়েছে IT স্টকগুলিতে। উইপ্রো, টেক মহিন্দ্রা, এইচসিএল টেক, ইনফোসিসের মত শেয়ারগুলিতে বিপুল বৃদ্ধি দেখা গিয়েছে। এদের মধ্যে উইপ্রোর শেয়ার বেড়েছে প্রায় ১০ শতাংশেরও বেশি। অন্যদিকে Indian Railway Finance Corporation-এর স্টকেও দৌড় লক্ষ করা গিয়েছে এদিন। ইনফোসিস, এইচসিএল টেকের স্টকের দাম ২-৩ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন: SBI চালু করেছে বিশেষ এফডি স্কিম,জেনে নিন গ্রিন রুপি টার্ম ডিপোজিটের ১০ টি বিষয়