নয়াদিল্লি : মকর সংক্রান্তির আগে থেকে বেশ কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন জায়গায় কুয়াশার জাল। আর তার জেরে বিপর্যস্ত জনজীবন। ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর দেওয়া তথ্য অনুযায়ী দিল্লি বিমানবন্দর থেকে গড়ে প্রায় এক ঘণ্টা বিলম্বে ছেড়েছে ১৬৮টি ফ্লাইট। বাতিল হয়েছে ৮৪টি ফ্লাইট । এই পরিস্থিতিতেই ঘটে গেল এক চরম অপ্রীতিকর ঘটনা। আর তা ঘিরেই শোরগোল সোশ্যাল মিডিয়ায়। 


ঘন কুয়াশার কারণে উড়ান ছাড়তে দেরি হচ্ছে। এ-কথা ঘোষণা হতেই বিমানের ভিতরেই পাইলটকে ঘুষি মারলেন যাত্রী। জানা গিয়েছে ওই যাত্রীর নাম সাহিল কোটারিয়া।  সেই  ভিডিও হয়েছে ভাইরাল । তারপর স্বাভাবিকভাবেই তোলপাড় নেটদুনিয়া ।


অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে মামলা রুজু করেছে দিল্লি পুলিশ। দিল্লি থেকে গোয়া যাওয়ার কথা ছিল ইন্ডিগোর বিমানের। দেরিতে বিমান ছাড়ার ঘোষণা করছিলেন পাইলট। ভাইরাল ভিডিওয় দেখা যায়, তখনই তেড়ে গিয়ে পাইলটকে ঘুষি মারেন ওই যাত্রী। এই ঘটনায় অভিযোগ দায়ের করেছে ইন্ডিগো কর্তৃপক্ষ। অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।  aviation security agency র তরফেও শুরু করা হয়েছে তদন্ত।  






এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছে নেটপাড়ায়। যাত্রীর ব্যবহারের তীব্র নিন্দা করেছেন প্রায় প্রত্যেকেই। সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে সমালোচনায়। 


দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থানের একাংশে শৈত্যপ্রবাহ চলছে। ব্যাহত হয়েছে বিমান ও ট্রেন চলাচল। ঘন কুয়াশায় ঢেকেছে রাজধানী। পারদ নেমেছে তিনের ঘরে। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের কোনও কোনও জায়গায় তাপমাত্রা তিন থেকে সাতের মধ্যে ঘোরাফেরা করছে। কুয়াশার কারণে একাধিক বিমান বাতিল হয়েছে। বিমানের টিকিট কাটার আগে বা যাত্রা শুরু করার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার জন্য যাত্রীদের পরামর্শ দিয়েছে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ। দেরিতে চলছে একাধিক ট্রেন।        


আরও পড়ুন : সংক্রান্তিতে জাঁকিয়ে ঠান্ডা, মাঘের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস, কবে কোথায়?