সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: থানা ঘেরাও কর্মসূচির জেরে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)-সহ একাধিক বিজেপি (BJP) নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল ন্যাজাট থানার পুলিশ (Police)। 


সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার ন্যাজাট থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। সুকান্ত মজুমদার-সহ তাঁর দলের নেতা-নেত্রীরা ব্যারিকেড ভেঙে বসে পড়েন রাস্তায়। এলাকায় ১৪৪ ধারা অমান্য করে বিক্ষোভ দেখানোয়, সুকান্ত-সহ বিজেপি নেতা-নেত্রীদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ন্যাজাট থানার পুলিশ।                                                                                                                                


ঠিক কী হয়েছিল? 


সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানকে গ্রেফতারের দাবিতে, বিজেপির ন্যাজাট থানা ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার বাধে। পুলিশের ব্যারিকেডের সামনে বসে পড়ে প্রতিবাদ বিজেপি রাজ্য সভাপতির। বিজেপির বিরুদ্ধে ১৪৪ ধারা ভাঙার অভিযোগ তোলে পুলিশের। ন্যাজাটে দক্ষিণ আখড়াতলা থেকে মিছিল শুরু করেন বিজেপির রাজ্য সভাপতি। থানার দিকে এগোনোর পথে, রাস্তার একাধিক জায়গায় তৈরি রাখা ছিল ব্যরিকেড। টিয়ার গ্যাস নিয়ে প্রস্তুত ছিল বিশাল পুলিশ বাহিনী। ন্যাজাট থানার সামনে শেষ ব্যারিকেডে গিয়ে আছড়ে পড়ে মিছিল।  এরপর ব্যারিকেডের কাছেই রাস্তায় বসে পড়েন সুকান্ত মজুমদার। শেষ অবধি বিজেপির ৫ জনের প্রতিনিধি দল থানায় ডেপুটেশন দেয়। 


কী বলেছিলেন সুকান্ত মজুমদার? 


"আজকে যে পরিমাণ পুলিশ এখানে নেওয়া হয়েছে, রাখা হয়েছে, এই পুলিশ যেদিন পুলিশ অফিসারদের ওপর হামলা হল, তার একঘণ্টার মধ্যে পৌঁছতে পারত না? অবশ্যই পারত। শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য বিচ্ছিন্নতাবাদী মানসিকতার জন্য পুলিশকে পৌঁছতে দেওয়া হয়নি। এখন তো মুখ্যমন্ত্রীর সঙ্গে শেখ শাহজাহানের নেগোসিয়েশন চলছে। শেখ শাহজাহান বলেছে যদি দল আমার পাশে দাঁড়ায় তাহলে সারেন্ডার করব। পুলিশকে জিজ্ঞেস করুন। যদি এমনি না বলে পকেটে গুঁজে দিন, বলে দেবে।" 


আরও পড়ুন, ফের শহরে অ্যাকশনে ED, রেশন দুর্নীতি তদন্তে এবার হানা কোথায় কোথায়?