Symphony Share Price: বাজার থেকে নিজেদের সংস্থার শেয়ারই ফের কিনে নিতে চলেছে এই সংস্থা। একে বলা হয় 'বাইব্যাক'। জানা গিয়েছে সিম্ফনি সংস্থা এবার শেয়ার বাইব্যাক করবে যাতে ২ লক্ষ ৮৫ হাজার ৬০০ টি সম্পূর্ণ পেইড আপ ইকুইটি শেয়ার (Share Buyback) যার প্রতিটির ফেসভ্যালু ২ টাকা করে, তা বাজার থেকে কিনে নিতে চলেছে। মোট ৭১.৪ কোটির শেয়ার (Symphony Share Price) কিনবে সংস্থা আর এর জন্য প্রতিটি শেয়ার পিছু ২৫০০ টাকা নগদ দেওয়া হবে। অর্থাৎ এই সংস্থার শেয়ারের দাম এখন যেখানে ১৪৯৬ টাকা, সংস্থার শেয়ার কেনা থাকলে আপনি একটি শেয়ারের (Stock Market) জন্য পাবেন ২৫০০ টাকা। লাভ হবে শেয়ারপিছু ১০০০ টাকার কাছাকাছি। শুধু তাই নয়, এই বাইব্যাকের সঙ্গে সঙ্গে ডিভিডেন্ডও দেবে এই সংস্থা।


আজকের বাজার বন্ধের সময় এই সিম্ফনি শেয়ারের যে দাম ছিল তার উপর ৬৯ শতাংশ প্রিমিয়ামে এই শেয়ার বাইব্যাকের কথা ঘোষণা করেছে এই সংস্থা। একইসঙ্গে সিম্ফনি সংস্থার বোর্ড অফ ডিরেক্টরসের অনুমোদনক্রমে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড হিসেবে ২ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ারের জন্য ১ টাকা হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে সংস্থা। এই সিম্ফনি সংস্থা মূলত এয়ার কুলার তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত। ভারতের বাজারে খুবই গুরুত্বপূর্ণ মার্কেট শেয়ার রয়েছে সংস্থার।


২০২৩-২৪ অর্থবর্ষে সিম্ফনি সংস্থার কনসলিডেটেড রেভিনিউ এসেছে ১১৫৬ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে এই রেভিনিউ এসেছিল ১১৮৮ কোটি টাকা। EBITDA-র কথা বললে ২০২৩-২৪ অর্থবর্ষে এটি ছিল ১৭০ কোটি এবং তা আগের অর্থবর্ষের থেকে ১৩৮ কোটি টাকা বেশি।


২০২৩-২৪ অর্থবর্ষে সংস্থার কর ব্যতীত মুনাফা ছিল ১৪৮ কোটি টাকা, ২০২২-২৩-এর কথা ধরলে এই মুনাফার অঙ্ক ছিল ১১৬ কোটি টাকা। এবারে বাইব্যাকের ঘোষণা হতেই সংস্থার শেয়ারে বিরাট লাফ এসেছে। ১৪৯৬ টাকার উচ্চতায় ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়ে আছে এই শেয়ার। ২০২৪ সালের শুরু থেকে ধরলে এই শেয়ারে ৭০.২২ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা। শুধু বিগত ৫টি ট্রেডিং সেশনেই এই স্টক থেকে ২৫.৩০ শতাংশ মুনাফা এসেছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: LIC News Update: LIC-র পাঁচ শতাংশ পর্যন্ত শেয়ার বিক্রি করতে পারে সরকার, বলছে রিপোর্ট