কলকাতা: সম্প্রতি শেয়ার বাজার (Share Market) নিম্নমুখী হওয়ায় এবার বড়সড় ক্ষতির মুখে পড়লেন বিশ্বের ৫০০ জন ধনী। শেয়ার বাজারে পতনের কারণে সম্পত্তিতে বড় ধরনের পতন ঘটেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স (Bloomberg Billionaires Index) অনুসারে, বিশ্বের ৫০০ ধনীর সম্পদ এ বছর ১০৯.২৭ লক্ষ কোটি টাকা ( প্রায় ১.৪ ট্রিলিয়ন ডলার) কমেছে। শুধুমাত্র সোমবারই এই ক্ষতির পরিমাণ কয়েকশ বিলিয়ন ডলার।
উচ্চ সুদের হার ও মূল্যস্ফীতির কারণে বিশ্বজুড়ে শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে, এটা তারই ফল। মঙ্গলবার প্রকাশিত ক্যাপজেমিনি ওয়ার্ল্ড ওয়েলথ রিপোর্ট অনুসারে, এই প্রবণতা গত বছরের তুলনায় বিপরীত। গত বছর শেয়ারবাজারের জন্যই বিশ্বের ধনী ব্যক্তিদের আরও ধনী হয়েছে। গত বছরের বিশ্বের ধনীদের জনসংখ্যাও কিন্তু প্রায় ৮ শতাংশ বেড়েছে। একই সময়ে, উত্তর আমেরিকায় প্রায় ১৩ শতাংশ ধনী বেড়েছে। তথ্য অনুযায়ী, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্পদ বেড়েছে ৪.২ শতাংশ।
আরও পড়ুন, জ্বালানির দামে স্বস্তি? আজ শহরে পেট্রোল-ডিজেলের দাম কত?
জেনে নিন কত বিলিয়ন ডলার হারিয়েছেন শীর্ষ ৫ ধনীরা ?
শেয়ারে বাজারে বিশ্বের ৫ শীর্ষ ধনীরা ৩৪৫ বিলিয়ন ডলারের বেশি সম্পদ হারিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন চিনা প্রযুক্তি কোম্পানি বিনান্সের সিইও চ্যাংপেং। চাংপেং ঝাও প্রায় $৮৫.৬ বিলিয়ন সম্পদ হারিয়েছে। দুই নম্বরে রয়েছে ইলন মাস্কের নাম, যিনি ৭৩.২ বিলিয়ন ডলার হারিয়েছেন। জেফ বেজোস ৬৫.৩ বিলিয়ন ডলার ক্ষতি নিয়ে তিন নম্বরে রয়েছেন। ৬৪.৪ বিলিয়ন ডলার হারিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ফেসবুকের জুকারবার্গ। বার্নার্ড আর্নল্ট ৫৬.৮ বিলিয়ন ডলার ক্ষতি নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন।
এদিকে, বুধবারেও জারি থাকল অস্থিরতা। দশা বদলে দিশা দেখাল না বাজার। এদিন বাজার পতনের সঙ্গে খুললেও দ্রুত সবুজে বদলে যায় সূচকগুলি। যদিও বেলা ১০টার মধ্যে ফের লালে চলে আসে নিফটি। সকাল থেকেই সাইডওয়াইজ চলছে বাজার।