Sensex Today: সকাল থেকেই বাজারে খুব একটা গতি ছিল না সপ্তাহের শুরুতে। সোমবার ফ্ল্যাট ট্রেডিং দিয়ে শুরু করেই বিপুল পতন দেখা গেল বাজারে (Stock Market Crash)। এদিন সেনসেক্স এবং নিফটি দুটি সূচকেই বিরাট পতন ! বাজার বন্ধের সময় সেনসেক্স পড়ল ৫২৩ পয়েন্ট এবং নিফটি এসে নামল ২১,৬০০ স্তরে। একদিনে প্রায় ৭ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা। কোন স্টকে গতি এল এই লাল সঙ্কেতের মাঝেও ?


বাজারে লাল সঙ্কেত


বাজার খুলতেই সেনসেক্সে (Sensex Today) ১১.০৩ পয়েন্ট এবং নিফটি সূচকে ৮.৫ পয়েন্ট পতন লক্ষ্য করা যায়। আর তারপর সূচক আরও পড়তে শুরু করে। ১২টার পর সেনসেক্স প্রায় ৩৫০ পয়েন্ট পড়ে। এখন সেনসেক্স দাঁড়িয়ে ৭১২৩১-এর স্তরে। অন্যদিকে নিফটি এখন ১১৪ পয়েন্ট পড়ে (Stock Market Crash) দাঁড়িয়ে আছে ২১৬৬৮-এর স্তরে। এছাড়া নিফটি ব্যাঙ্ক ৫৯৮ পয়েন্ট পড়েছে আজকের বাজারে। দুপুর ১২টা পর্যন্ত নিফটি মিডক্যাপও ১.৮২ শতাংশ কমে গিয়েছিল। শেষে বাজার বন্ধের সময় সেনসেক্স কমে ৫২৩ পয়েন্ট এবং নিফটি ১৬৬ পয়েন্ট কমে। কালও কি এরকম পতন অব্যাহত থাকবে ?


কোন কোন স্টকে বেশি পতন


এদিনের বাজারে সবথেকে বেশি ক্ষতি হয়েছে ব্যাঙ্কিং স্টকগুলিতে। সেনসেক্সে আইসিআইসিআই ব্যাঙ্ক, আইটিসি, এইচডিএফসি ব্যাঙ্ক এবং এসবিআইয়ের শেয়ারে বিরাট পতন দেখা গিয়েছে, এই ব্যাঙ্কের শেয়ারে যথাক্রমে ১.৪৪ শতাংশ, ০.৯৭ শতাংশ এবং এসবিআইতে ২.৩৯ শতাংশ পতন এসেছে। এছাড়াও কোল ইন্ডিয়া, টাটা পাওয়ার, এলআইসি, হিরো মোটোকর্প, পিএনবি, আইআরসিটিসি, বিপিসিএল ইত্যাদি স্টকে পতন লক্ষ করা গিয়েছে।


কী বলছেন বাজার বিশেষজ্ঞরা


বাজার বিশেষজ্ঞদের ধারণা, এই প্রথম S&P 500 সূচক ৫০০০ পয়েন্টের উপরে বন্ধ হয়েছে। এর ফলে বাজার যে ফের বুলিশ হতে পারে, সেই সম্ভাবনা ক্রমেই দৃঢ় হচ্ছে। তবে দশ বছরের বন্ডের হার ৪.১৭ শতাংশ যা বেয়ারিশ করতে পারে বাজারকে। বিদেশি বিনিয়োগকারীরা বড় ধরনের বিক্রির দৃষ্টান্ত দেখাতে পারে এই সময়, এই আশঙ্কাও রয়েছে।


আজ গতি দেখিয়েছে কোন স্টক


সোমবারের বাজারে গতি দেখাচ্ছে উইপ্রোর স্টক। এদিন এই শেয়ার ২.২৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে জোমাটোর শেয়ারে ২.৯১ শতাংশ, HCL Technologies-এর শেয়ারে ২.২৩ শতাংশ এবং অ্যাপোলো হসপিটালের শেয়ারে ২.৭৫ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে।


আরও পড়ুন: Multibagger Stock: ৪ বছরে রিটার্ন দিয়েছে ৬৫০ শতাংশ ! ৫০ টাকারও কম দাম এই স্টক কেনা আছে ?