Multibagger Stock: ৪ বছরে রিটার্ন দিয়েছে ৬৫০ শতাংশ ! ৫০ টাকারও কম দাম এই স্টক কেনা আছে ?

Multibagger Small Cap Stock : ৪ বছরের মধ্যে ৬৫০ শতাংশ রিটার্ন ! এই স্মলক্যাপ স্টকে বিশাল গতি দেখা গিয়েছে । আপনার কেনা আছে ?

Continues below advertisement

Share Market: শেয়ার বাজারে পেনিস্টকে বিনিয়োগ করতে অনেকেই ভয় পান। দাম কম, তাঁর উপর কোম্পানির ব্যবসা সম্পর্কে সেভাবে খবর আসে না। কোনও কোনও স্টক মূলত স্মল ক্যাপ ক্যাটাগরির হয়, আর এই স্টকগুলিতেই মাল্টিব্যাগার রিটার্ন পাওয়া যায়। স্টক ঠিক পছন্দ করলে আর আপনার পোর্টফোলিওতে এই স্মলক্যাপ স্টক থাকলে, আপনার ১ লাখ টাকা মাত্র ৪ বছরেই ৭.৫ লাখ টাকা হয়ে যেতে পারত। কোন সংস্থার শেয়ার ?

Continues below advertisement

শেয়ারের দামে ওঠা-নামা

সাকুমা এক্সপোর্টসের শেয়ারে এসেছে এরকম মাল্টিব্যাগার রিটার্ন। এই শেয়ারের দাম ৫০ টাকারও কম। কোভিড পরবর্তী সময় থেকেই আপট্রেন্ডে আছে এই সংস্থার শেয়ার। ২০২০ সালের মার্চ মাসে এই সংস্থার শেয়ারের দাম ৩.৩৫ টাকায় নেমে গিয়েছিল, সেখান থেকে বাড়তে বাড়তে আজকের দিনে এই শেয়ারের দাম হয় ২৫.৩৫ টাকা। ৫ টাকার কম দামের শেয়ার বেড়ে এখন ২৫ টাকার উপরে। প্রায় ৫ গুণেরও বেশি বেড়েছে এই শেয়ারের দাম।

বিগত বছরের রিটার্ন

কোভিডকালীন সময়ে বিরাট সেল-অফের কারণে এই সাকুমা এক্সপোর্টসের দাম নেমে এসেছিল ৩.৩৫ টাকায়। তবে বিগত ৪ বছরে এই স্মলক্যাপ স্টক প্রায় ৬৫০ শতাংশের র‍্যালি দেখিয়েছে। সম্প্রতি এক মাসের হিসেবে এই শেয়ার ১৫ শতাংশ বেড়েছে। ২১.২৫ টাকা থেকে হয়েছে ২৫.৩৫ টাকা। আর বিগত ৬ মাসে, এই মাল্টিব্যাগার ১৭ টাকা থেকে বেড়ে হয়েছে ২৫.৩৫ টাকা, অর্থাৎ ৫০ শতাংশ রিটার্ন। আবার এক বছরের হিসেবে এই সংস্থার শেয়ার বেড়েছে ৮৫ শতাংশ। অর্থাৎ আপনার ১ লাখ টাকা এই সংস্থায় বিনিয়োগ করলে এক বছরে আপনাকে ১,৮৫,০০০ টাকা এনে দিত।

কী ব্যবসা এই সংস্থার

মূলত কৃষিজ পণ্যের আমদানি রপ্তানির ব্যবসা এই কোম্পানির। ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ হওয়ার পর সংস্থা জানিয়েছে যে বিগত অর্থবর্ষের তুলনায় এই ত্রৈমাসিকে তাঁদের রেভিনিউ ১১.৯ শতাংশ বেড়েছে। এখন সংস্থার রেভিনিউ ৩১৮০ কোটি টাকা। ত্রৈমাসিকের ইয়ার-ওভার-ইয়ার রেভিনিউ বেড়েছে ৯.৪৯ শতাংশ। আর নেট প্রফিট ৩.৬৫ শতাংশ বেড়ে হয়েছে ২৮.৪৫ কোটি টাকা।  

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

Continues below advertisement
Sponsored Links by Taboola