Stock Market Closing:  বুধবার বিশ্বের বাজারের সঙ্গে পাল্লা দিয়ে গত বেড়েছিল ভারতের শেয়ার বাজারে। শুরু হয়েছে স্বপ্নের দৌড়। গতদিনের ধারা অব্যাহত রেখে আজ সকাল থেকেই বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গিয়েছিল। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেনসেক্স বাড়ল প্রায় ৩৭২ পয়েন্ট। অন্যদিকে নিফটি সূচক বেড়ে দাঁড়াল ২১৭৭৮.৭০ পয়েন্টে।


এদিন সেনসেক্স প্রায় ০.৫২ শতাংশ বেড়েছে যা কিনা তাঁর সর্বোচ্চ শীর্ষের কাছাকাছি অঞ্চলে রয়েছে। নিফটিও এদিন প্রায় ০.৪৭ শতাংশ অর্থাৎ ২২৬.৩৫ পয়েন্ট বৃদ্ধি পায়।


কোন সেক্টরে লাভ, কোন সেক্টরে পতন?


আজ নিফটি মিডক্যাপ 100 এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক ০.৭৯ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। তবে বৃহস্পতিবার বাজার বন্ধের সময় দু'টি সেক্টরের সূচকে পতন হয়েছিল। এদিন নিফটি আইটি এবং নিফটি কনজিউমার ডিউরেবলসের সূচকে যথাক্রমে ০.১৪ ও ০.০৩ শতাংশ ক্ষতি হয়েছে।


কোন স্টকে লাভ হল?


আজ বাজারের টপ গেনার্সদের তালিকায় ছিল হিন্দুস্তান কপার, হাডকো, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন, জিলেট ইন্ডিয়া, ইমামি এবং স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার শেয়ার। 


কোন স্টকে পতন?


এদিন সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে Ion এক্সটেঞ্জ ,ভারত ডায়নামিকস, 3M  ইন্ডিয়া, আদানি এনার্জি সলিউশনস, টেগা ইন্ডাস্ট্রিজ়, অ্যালকিল আমিনেস কেমিক্যালস, জোম্যাটোর শেয়ারে।


বিনিয়োগকারীদের মুনাফা


বিনিয়োগকারীরা এদিন ভারতের শেয়ার বাজার থেকে অতিরিক্ত ১.৭ লক্ষ কোটি টাকার মুনাফা করেছেন বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।


বাজার কেমন যাবে?


বাজার বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় শেয়ার বাজার এখন তেজি (Bullish), ফলে একই ধারা বজায় রেখে বৃহস্পতিবারও উঠতে পারে ভারতীয় শেয়ার বাজারের সূচক। বিশেষজ্ঞদের একাংশের ধারনা, বেশ কিছু ব্যাঙ্কের শেয়ার দর ভাল পারফর্ম করবে, যার ফলে সৃচক বাড়তে পারে। বিশেষজ্ঞদের সেই তালিকায় রয়েছে HDFC Bank, AXIS Bank, Kotak Bank, SBI-এর ব্যাঙ্কের নাম।


বিশেষজ্ঞদের ধারণা নিফটি ৫০-এর সূচক ফের নতুন উচ্চতা ছুঁতে পারে। এর আগের পিক জ়োন (Peak Zone) ২১,৫৯৩ পয়েন্ট ব্রেক করা হয়ে গিয়েছে। এরপর  নিফটি ৫০ (Nifty 50) ছুঁতে পারে ২২৩০০ পয়েন্ট। এমনটাই টার্গেট (New Target for Nifty 50) বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবারের জন্য ২১৫০০-তে থাকবে Nifty 50-এর ইমিডিয়েট সাপোর্ট (immediate support) জ়োন। রেজিস্ট্যান্স দেখা যাবে ২১৮০০ -তে। Bank Nifty-এর ডেলি রেঞ্জ থাকতে পারে ৪৮০০০-৪৮৭০০ এর মধ্যে।


আরও পড়ুন: Zomato: ডেলিভারি চার্জ আদায় গ্রাহকদের কাছ থেকে, অথচ ১০০০ কোটি GST বাকি, Zomato, Swiggy-কে নোটিস